ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২১, ১০ এপ্রিল ২০১৭

খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কূটনেতিক রিপোর্টার ॥ আজমির শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতীর (র:) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। এদিকে তিস্তার পানিবণ্টন নিয়ে অন্তর্বর্তীকালীন চুক্তি করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের তৃতীয় দিন রবিবার সকাল সাড়ে ৮টায় দিল্লী থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে জয়পুরে যান। সেখান থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হেলিকপ্টারে আজমিরে পৌঁছান। সকাল ১০টার পর প্রধানমন্ত্রী আজমিরে পৌঁছালে খাজা মঈনুদ্দিন চিশতীর (র:) দরগায় তাকে স্বাগত জানান মোয়াল্লেম হাজী কলিমউদ্দিন। বঙ্গবন্ধুকন্যা খাজা মঈনুদ্দিন চিশতীর মাজারে গিলাফ চড়ান এবং জিয়ারত করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাগেরহাট এক আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এবং মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফরের সময়ও প্রধানমন্ত্রী আজমিরে গিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ জিয়ারতের পর দুপুরে দিল্লী ফিরে আসেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। পরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের নর্থ ড্রয়িং রুমে হয় ওই বৈঠক। সাক্ষাত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা। চার দিনের সরকারী সফরে শুক্রবার দিল্লী পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে আজ সোমবার তিনি দেশে ফিরবেন। এদিকে নয়াদিল্লীর কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশ ২০১১ সালের জানুয়ারিতে দুই দেশের সম্মতি অনুযায়ী তিস্তার পানি বণ্টন নিয়ে একটি অন্তবর্তীকালীন চুক্তি করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদিকে এই প্রস্তাব দিয়েছেন।
×