ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাসিনার জন্য লেবু দিয়ে ভেটকির পদ, মোদিকে বেগুন ভাজা, মমতা খেলেন মুড়ি

প্রকাশিত: ০৫:২১, ১০ এপ্রিল ২০১৭

হাসিনার জন্য লেবু দিয়ে ভেটকির পদ, মোদিকে বেগুন ভাজা, মমতা খেলেন মুড়ি

জনকণ্ঠ ডেস্ক ॥ অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। শনিবার হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের তালিকায় তাই বাঙালী ছোঁয়া। বাঙালী রসনার কথা মাথায় রেখে ছিল গন্ধরাজ লেবু দিয়ে ভেটকির পদ, মুরগির মাংস। নিরামিষাশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ছিল লুচি, বেগুনভাজা, পটোলভাজা। খেতে খেতেই চলল আলাপচারিতা, হাসিঠাট্টা। -খবর আনন্দবাজার অনলাইনের। মমতাকে মোদি আর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বললেন, ‘দিদি তুমি এত রোগা হলে কী করে?’ মমতা জানতে চাইলেন, ‘সুষমাজির শরীর এখন কেমন?’ জবাবে সুষমা বললেন, ‘এখন একদম ঠিক আছি।’ সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ। মুড়ি চানাচুর, মিষ্টি খেলেন মমতা। বললেন, ‘এত তাড়াতাড়ি রাতের খাবার খাই না।’ নৈশভোজের ফাঁকে হাসিনা মমতাকে বললেন, ‘সকালে আমাকে আপনি বলছিলে। তুমি আবার আমাকে আপনি বলতে শুরু করলে কবে?’ মমতা বললেন, ‘ভাবছিলাম সবার সামনে তুমি বলব!’
×