ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোরিয়া উপদ্বীপের দিকে রওনা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী

প্রকাশিত: ০৫:২১, ১০ এপ্রিল ২০১৭

কোরিয়া উপদ্বীপের দিকে রওনা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন নৌবাহিনী শনিবার বলেছে, তারা উত্তর কোরিয়ার হঠকারী পরমাণু অস্ত্র কর্মসূচীর বিরুদ্ধে শক্তি প্রদর্শনে কোরীয় উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠিয়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। যুক্তরাষ্ট্রের উদ্যোগের ফলে এ অঞ্চলে উত্তেজনার সৃষ্টি হবে এবং সিরিয়ায় আসন্ন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি জটিল করে তুলবে। পিয়ংইয়ংকে এর পরমাণু উচ্চাকাক্সক্ষা পরিত্যাগ প্রত্যাখ্যানের ব্যাপারে দেশটির বিরুদ্ধে সতর্কতা হিসেবে দেখা হচ্ছে এ রণতরী পাঠানোর ঘটনাকে। মার্কিন প্যাসিফিক কমান্ডের মুখপাত্র কমান্ডার ডেভ বেনহাম বলেছেন, পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে ক্ষিপ্রতা ও উপস্থিতি অক্ষুণœ রাখার জন্য এক সতর্ক উদ্যোগ হিসেবে কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপের প্রতি নির্দেশ দিয়েছে কমান্ড। ডেভ বেনহাম বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার হঠকারী, দায়িত্বজ্ঞানহীন ও অস্থিতিশীল কর্মসূচী এবং পরমাণু অস্ত্র সক্ষমতার পরীক্ষা চালিয়ে যাওয়ার কারণে এ অঞ্চলে পিয়ংইয়ং হুমকি হয়ে দেখা দিয়েছে এবং তা অব্যাহত থাকছে। রণতরী স্ট্রাইক গ্রুপ সিঙ্গাপুর থেকে পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দিকে রওনা হয়েছে। পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের মূল ভূমিতে আঘাত হানতে সক্ষম পরমাণু ওয়ারহেডসহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত পাঁচটি পরমাণু পরীক্ষা চালিয়েছে। পরীক্ষাগুলোর দুটি চালানো হয়েছে গত বছর। দক্ষ উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যায়, পিয়ংইয়ং ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে পারে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সতর্কতা উচ্চারণ করে বলেছেন, পিয়ংইয়ং এখন থেকে দু’বছরের কম সময়ের মধ্যে পরমাণু ওয়ারহেড তৈরিতে সক্ষম হবে বলে সম্ভাবনা রয়েছে। ওই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা হতে পারে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর মতো দূরপাল্লার। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠককে সামনে রেখে বুধবার জাপান সাগরে একটি মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি ফেব্রুয়ারিতে এর পূর্ব উপকূলে পরীক্ষামূলকভাবে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুগপৎভাবে। এগুলোর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে জাপানের কাছে। এটাকে উস্কানিমূলক বলে অভিহিত করা হয়েছে। পিয়ংইয়ং বলেছে, পার্শ্ববর্তী এ এশীয় দেশটিতে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর এক মহড়া হিসেবে এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পিয়ংইয়ং গত আগস্টে পাঁচ শ’ কিলোমিটার (তিন শ’ মাইল) দূরপাল্লার একটি ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটাও ছোড়া হয়েছিল জাপানের দিকে। উত্তর কোরীয় নেতা কিম জং উন এ পরীক্ষাকে বৃহত্তম সফলতা বলে অভিনন্দিত করেন। ওয়াশিংটনে বৃহস্পতি ও শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের মধ্যে যে বৈঠক হয়েছে তাতে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী নিয়ন্ত্রণের জন্য পিয়ংইয়ংয়ের প্রধান সহযোগীর ওপর চাপ প্রয়োগ করেছেন। ট্রাম্প এ নিভৃতকামী দেশটির বিরুদ্ধে একপাক্ষিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছেন। সিরিয়ায় দৃশ্যত এক রাসায়নিক হামলার পর সিরীয় তেলক্ষেত্রে বৃহস্পতিবার হামলাপরবর্তী এ হুমকি স্পষ্টত সহজবোধ্য। পিয়ংইয়ং ম্যারাথন ॥ পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্টেডিয়ামে প্রবেশের জন্য রবিবার শত শত বিদেশী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন শহরের বার্ষিক ম্যারাথনে অংশগ্রহণের জন্য। ৪০ হাজারের বেশি লোক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ছিল লোকে পরিপূর্ণ। প্রতিযোগীরা কৃত্রিম পিচের ওপর সমবেত হলে জনতা তাদের উষ্ণ অভিনন্দন জানান। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এবং তার ছেলে ও উত্তরাধিকারী জং ইলের প্রতিকৃতি নিয়ে সহৃদয়তার সঙ্গে অভিনন্দন জানান তারা। প্রায় দুই হাজার লোক অনুষ্ঠানে অংশ নেন। এদের অর্ধেকের বেশি ছিলেন বিদেশী এবং বেশিরভাগই ইউরোপীয় ও অন্যান্য পাশ্চাত্য দেশের নাগরিক।
×