ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৫, ১০ এপ্রিল ২০১৭

টুকরো খবর

তিন জাতের ধান উদ্ভাবন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রোপা আমন মৌসুমে চাষাবাদ উপযোগী বন্যা সহনশীলসহ উচ্চ ফলনশীল ধানের তিনটি নতুন জাত উদ্ভাবন করেছে। শীঘ্রই নতুন উদ্ভাবিত জাতগুলোর বীজ কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য বাজারজাত করা হচ্ছে। নতুন উদ্ভাবিত ধানের এ জাতগুলো হচ্ছে- ব্রি ধান৭৯, ব্রি ধান৮০ এবং ব্রি হাইব্রিড ধান৬। গত বুধবার জাতীয় বীজ বোর্ডের সভায় এগুলোকে দেশের বিভিন্ন স্থানে নতুন ধানের জাত হিসেবে চাষাবাদের অনুমোদন দেয়া হয়। ব্রি’র প্রযুক্তি সম্পাদক ও প্রধান প্রকাশনা এবং জনসংযোগ বিভাগের আবুল কাশেম জানান, নতুন উদ্ভাবিত ওই তিনটি জাতের মধ্যে ব্রি ধান৭৯ এর মূল বৈশিষ্ট্য হলো, এটি ১৮ থেকে ২১ দিন বন্যার পানিতে ডুবে থাকলেও ফলনের তেমন ক্ষতি হয় না। আর এত দীর্ঘস্থায়ী বন্যার কবলে না পড়লে স্বাভাবিক অবস্থায় এটি হেক্টর প্রতি ৭ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। হুমকিদাতাকে গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ এপ্রিল ॥ নব্য জেএমবি পরিচয়ে কিশোরগঞ্জ জেলা জজ আদালত ও কারাগার বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকিদাতা আলাল উদ্দিন রুমিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে কটিয়াদী উপজেলার দাসেরগাঁও থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। রুমি কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের দাসেরগাঁও গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে বলে জানা গেছে। পুলিশের একাধিক সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমি হুমকির চিঠি লেখার কথা স্বীকার করেছে। তবে পুলিশের তথ্য অনুযায়ী প্রতিপক্ষকে ফাঁসাতে সে এ চিঠি লিখেছে বলে জানায়। চিঠিতে নব্য জেএমবির সদস্য হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারকৃত আলাল উদ্দিন রুমির জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। তবে তার সঙ্গে জেএমবির কোন সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মুক্তিযোদ্ধার ভাতার ৩০ হাজার টাকা নিয়ে চম্পট স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে অভিনব কায়দায় এক মুক্তিযোদ্ধার ভাতার ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে এক প্রতারক। রবিবার বিকেলে চিতলমারী সোনালী ব্যাংকের মধ্যে এ ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার কাঠিপাড়া গ্রামের পক্ষঘাতগ্রস্ত মুক্তিযোদ্ধা কেরামত কাজী ও তার স্ত্রী সুকুরণ নেছা ব্যাংকে টাকা উত্তোলন করতে আসেন। এ সময় চিতলমারী সোনালী ব্যাংক শাখার কাউন্টার থেকে তাদের ৩ মাসের মুক্তিযোদ্ধা ভাতার বাবদ ৬০টি ৫০০ টাকার নোট দেয়া হয়। টাকা হাতে নেয়ার সঙ্গে সঙ্গে কাউন্টারের পাশে দাঁড়িয়ে এক প্রতারক তাদের ৩০টি ১ হাজার টাকার নোট দেয়ার কথা বলে ৫০০ টাকার ওই ৬০টি নোট নিয়ে নেয়। পরে তাদের ২টি ১ হাজার টাকার ও ২৮টি ১০০ টাকার নোটের বান্ডিল ধরিয়ে দিয়েই চম্পট দেয়। বান্ডিল খুলে মুক্তিযোদ্ধা দম্পতি এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েন। চালকের মাথা ফাটাল পুলিশ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরের মদনপুরে একটি গার্মেন্টস শ্রমিক বহনকারী মিনিবাসের চালককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের সদস্য বিশ্বজিৎ মিনিবাস চালক জহিরুল ইসলামকে থামার নির্দেশ দিলে তা অমান্য করায় এ ঘটনাটি ঘটান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা দোষী পুলিশের শাস্তি ও অপসারণের দাবিতে আধাঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। আহত মিনিবাসের চালক জহিরুল ইসলামকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। এ বিষয়ে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি বলে বন্দর থানার ওসি জানান। তবে তিনি ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। পৌর কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে। দুদক সমন্বিত বগুড়া কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে রবিবার এই মামলা দায়ের করেন। ক্লাসরুমে বানর ॥ দুই শিক্ষার্থী আহত নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৯ এপ্রিল ॥ পটিয়ায় বানরের আক্রমণে দুই স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলেনÑ উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাফায়াত হোসেন ও একই শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। রবিবার সকালে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থীকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয় এলাকায় গত ৩-৪ বছর ধরে পাহাড়ী একটি বানর উন্মুক্তভাবে বসবাস করে আসছিল। বানরটি প্রতিনিয়ত স্কুল এলাকায় অবস্থান করত। সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত ৮ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ একই পরিবারের ৮ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামের এ ঘটনায় শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী রফিক শেখ জানান, প্রতিবেশী দুলাল শেখের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার বিরোধ চলছিল। হামলায় আহত ছোট ভাইয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৯ এপ্রিল ॥ বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হামলায় আহত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বালুচর গ্রামে। নিহত ব্যক্তির নাম সনজু মিয়া (৩৫)। শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পৌর মেয়র কারাগারে স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বিস্ফোরক মামলায় হাজিরা দিতে গিয়ে জামিন বাতিল করে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নজরুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে আদালতে ওই মামলার হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ মোঃ এনামুল বারী এই নির্দেশ দেন। পাঁচ শিক্ষকের মামলা প্রত্যাহার দাবি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ যশোর বিমান বন্দরে হামলা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া ছলিমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৫ শিক্ষকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে সরকারের উর্ধতন বিভাগের হস্তক্ষেপ কামনা করা হয়। জেলা বাকশিস সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান লিখিত বক্তব্য তলে ধরেন। তিন সাংবাদিককে সম্মাননা নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৯ এপ্রিল ॥ সংবাদ প্রকাশের মাধ্যমে সীতাকু-ের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দিক তুলে ধরে উপজেলার উন্নয়নে অবদান রাখায় দৈনিক জনকণ্ঠ সীতাকু- সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরীসহ ৩ সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সম্মাননাপ্রাপ্ত অপর দুই সাংবাদিক হলেনÑ দৈনিক ইনকিলাব ও পূর্বকোণের সৌমিত্র চক্রবর্তী এবং দৈনিক প্রতিদিনের সংবাদের শেখ সালাউদ্দিন। সীতাকু- উপজেলা কার্যালয়ে শনিবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা পদক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকু- প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু।
×