ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাউবোর জমিতে অবৈধ দোকান সেচ ব্যাহত

প্রকাশিত: ০৫:০৫, ১০ এপ্রিল ২০১৭

পাউবোর জমিতে  অবৈধ দোকান  সেচ ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ এপ্রিল ॥ সাঁথিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় আই-৩ এস-৮ ক্যানেলটিতে পানি সরবরাহে বাধাগ্রস্ত হওয়ায় এলাকার ফসলি মাঠে সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পানি উন্নয়ন বোর্ড বেড়া (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) অধিদফতরের সাঁথিয়া উপ-বিভাগীয় কার্যালয়ের সামনে দিয়ে আই-৩ এস-৮ ক্যানালটি পৌরসভা ও গৌরীগ্রাম ইউনিয়নের মধ্য দিয়ে তালপট্টি নদী শুকা হয়ে কৈটোলা স্লুইসগেট পর্যন্ত চলে গেছে। এক সময় এই ক্যানেলটিতে সব সময় পানি প্রবাহিত হতো। এলাকাবাসী নৌকাযোগে সাঁথিয়াতে যাতায়াত করত। অভিযোগ রয়েছে, কতিপয় নেতাকর্মী ক্যানালের দু’পাড়ে রাতারাতি অবৈধভাবে দোকানপাট গড়ে তোলে। জানা গেছে, একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অঙ্কের অগ্রিম টাকা নিয়ে মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছে। তারা তাদের ইচ্ছেমতো মুদিদোকান, সেলুন, চায়ের দোকান, ওয়ার্কশপ ও ইট বালুসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন। ফলে ক্যানালটির পানি প্রবাহের প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ায় এলাকার ফসলি মাঠে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
×