ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউনিয়ন পরিষদ নির্বাচন

তালতলীতে আ’লীগ বিএনপি’র সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ০৫:০৪, ১০ এপ্রিল ২০১৭

তালতলীতে আ’লীগ বিএনপি’র সমর্থকদের সংঘর্ষ ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ এপ্রিল ॥ তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ও আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার শানুর বাজারে শনিবার সন্ধ্যা রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জসিম উদ্দিন মোল্লা ও বিএনপি মনোনীত প্রার্থী মাওঃ মুনসুরুল আলম নির্বাচনী সভা আহ্বান করে। সন্ধ্যার পরে আওয়ামী লীগ প্রার্থীর সভা শেষে বিএনপি প্রার্থীর সভা শুরু হয়। বিএনপি প্রার্থীর সভা শেষে কড়াইবাড়িয়া বাজারে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় আওয়ামী লীগ সমর্থিত লোকজন বিএনপি সমর্থিত লোকজনকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়েছে। অপর দিকে বড়বগী ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামের শান্তি রঞ্জন তালুকদারের বাড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর মিঞা আলম মুন্সির উঠান বৈঠক চলছিল। এ সময় তার সমর্থক আল আমিন চৌকিদারের মোটরসাইকেল পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ প্রার্থী আলমগীর মিয়া অভিযোগ করে বলেন আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম হাওলাদারের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম হাওলাদার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন আ’লীগ প্রার্থী পরিকল্পিতভাবে মোটরসাইকেলে আগুন দিয়ে আমার ওপর দায় চাপাচ্ছেন। এটা তার সাজানো নাটক। কড়ইবাড়িয়া ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা মানসুরুল আলম মুঠোফোনে বলেন, শানুর বাজারে তার নির্বাচনী পথসভা শেষে কড়ইবাড়িয়ার উদ্দেশে রওয়ানা হলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা লাঠি, দা ও রামদা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আমার লোকজনকে গুরুতর আহত করেছে।
×