ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলন্ত বাসে ডাকাতি ॥ সিনেমার গল্পকেও হার মানায়

প্রকাশিত: ০৫:০৪, ১০ এপ্রিল ২০১৭

চলন্ত বাসে ডাকাতি ॥ সিনেমার গল্পকেও হার মানায়

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৯ এপ্রিল ॥ শনিবার রাতে চালক ও হেলপারসহ ছিনতাই করা বাসে যাত্রী উঠিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোর তিনটা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত এ ঘটনাটি ঘটে ঢাকা-আরিচা মহাসড়কে। পরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের অদূরে বাস ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতদল। বাসের ভেতরে হাত, পা, চোখ বাঁধা চালক, হেলপার এবং চার যাত্রীকে রেখে যায়। ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী এসআই পরিবহনের বাস রাত তিনটার দিকে ছিনতাই হয় গাজীপুরের চান্দরা মোড় থেকে। মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন বাসের চালক ফজলুল হক ও হেলপার কুদ্দুস জানান, বৃহস্পতিবার টাঙ্গাইল-ঢাকা সড়কের বারইপাড়া থেকে রিজার্ভ ট্রিপ নিয়ে সিলেটে যান। শনিবার রাত দুইটার দিকে আবার ট্রিপ নিয়ে ফিরে আসেন। রাত বেশি হয়ে যাওয়ায় বিশ্রাম নেয়ার জন্য তারা চান্দরা চৌরাস্তায় গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে ১০-১২ জন লোক গাড়িতে উঠে দুজনকে বেদম মারপিট করে। সিটের সঙ্গে দুজনকে হাত, পা, চোখ বেঁধে ফেলে। এরপর ডাকাতদের একজন গাড়ি চালাতে থাকে। চালক ও হেলপার বুঝতে পারে রাস্তা থেকে যাত্রী তোলা হচ্ছে। যাত্রীদের মারধর করে টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নিতে থাকে। কিছু দূর এসে আহত যাত্রীদের রাস্তায় নামিয়ে দেয়। একপর্যায়ে তারা এক নারীর আর্তনাদ ও কান্নাকাটির শব্দ পায়। এক পুরুষ কণ্ঠ নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দিয়ে ডাকাতদের কাছে অনুরোধ করে তার স্ত্রীকে অত্যাচার না করতে। এ সময় ডাকাতরা তাকেও বেদম মারধর করে। সকাল সাতটার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের অদূরে বাসটি থেমে যায়। বেশ কিছুক্ষণ ডাকাতদের কথাবার্তা শুনতে না পাওয়ায় প্রথমে হেলপার কোন রকমে হাতের বাঁধন খুলতে সমর্থ হয়। পরে সে অন্য সবার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এ সময় গাড়িতে চালক, হেলপার, ওই নারী, তার স্বামী ছাড়াও দুজন যাত্রী ছিল। হেলপার কুদ্দুস জানান এ সময় নারীর গায়ে জামা-কাপড় ছিল না। সে তার একটি শার্ট ও লুঙ্গি নারীকে পরতে দেয়। এরপর ওই নারী ও তার স্বামী সিএনজিতে উঠে স্থান ত্যাগ করে। অন্য দুই যাত্রীও চলে যায়। ইতোমধ্যে লোকজন ভিড় করলে তাদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গাড়ি থেকে উদ্ধার এক যাত্রীর বক্তব্য মোবাইল ফোনে ভিডিও করেছে বানিয়াজুড়ি গ্রামের এক যুবক। অজ্ঞাত পরিচয় ওই যাত্রীর সঙ্গে তার ছেলেও ছিল। তাদের কাছ থেকে ডাকাতরা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। যাত্রী বলেন, ডাকাতরা নারী যাত্রীকে চরম নাজেহাল করেছে।
×