ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাতে পুলিশের সামনে বাড়িতে হামলা ॥ মুক্তিযোদ্ধাকে মারধর

প্রকাশিত: ০৫:০৪, ১০ এপ্রিল ২০১৭

রাতে পুলিশের সামনে বাড়িতে হামলা ॥  মুক্তিযোদ্ধাকে মারধর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রতিবেশী প্রতিপক্ষের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে মধ্যরাতে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার বাড়িতে পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিটিয়ে আহত করা হয়েছে জমির মালিক মুক্তিযোদ্ধা বৃদ্ধ আব্দুর রশিদকে (৭৫)। শনিবার রাত ১২টার দিকে সাতক্ষীরা শহর সংলগ্ন রসুলপুরে এ হামলার ঘটনা ঘটে। তবে নির্যাতনের ঘটনা অস্বীকার করেছেন প্রতিপক্ষের হয়ে জমি দখলে নিতে যাওয়া সদর থানার দারোগা রমজান আলী। দারোগা সাংবাদিকদের বলেন, তিনি বিরোধপূর্ণ বাড়ির একটি গেটের তালা খুলে দিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়েছিলেন মাত্র। ভ্যান থেকে পড়ে গিয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধা আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তবে এই দারোগা রবিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধার সংসদের সামনে আহত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে বাধা দিতে থাকেন। আহত মুক্তিযোদ্ধার মেয়ে রউফুনেচ্ছা জানান, রসুলপুর এলাকায় তাদের ১৫ শতক জমির ওপর বাড়িঘর আছে। কুশখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে মুন্না ও আব্দুল মজিদের ছেলে মিলন হোসেন তার বাবার জমিটি জবর দখল করার জন্য বিভিন্ন সময় তাদের হয়রানি করে আসছিল। সম্প্রতি মুন্না থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দিলে পুলিশ শনিবার বিকেলে তার ভাই তরিকুলকে ধরে নিয়ে যায়। রবিবার বিকেল ৪টায় কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে সন্ধ্যায় আবার তাকে ছেড়েও দেয়। এরপর রাত ১২টার দিকে সদর থানার এসআই রমজান আলী ফোর্সসহ ও মুন্না ও মিলন তাদের বাড়িতে হামলা চালায়। তারা তার বৃদ্ধ মুক্তিযোদ্ধা পিতাসহ পরিবারের লোকজনের বেধড়ক মারপিট করে আহত করে এবং ঘরের ভিতর থাকা আসবাবপত্র ভাংচুর করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা রবিবার বিকেলে জনকণ্ঠকে বলেন, হামলার বিষয়টি আমার জানা ছিল না। আটক মুক্তিযোদ্ধার ছেলেকে ছেড়ে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দারোগা রমজানকে বিষয়টি মিটমাট করে নিতে বলা হয়েছে।
×