ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে কলেজছাত্রী খুন

প্রকাশিত: ০৫:০৪, ১০ এপ্রিল ২০১৭

ধামরাইয়ে কলেজছাত্রী খুন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ এপ্রিল ॥ মোবাইল ফোনে ডেকে এক কলেজছাত্রীকে কুপিয়ে ও শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তার একটি চোখ উপড়ে ফেলে। রবিবার সকালে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতের নাম জুবায়েদা খাতুন (২৫)। সে ধামরাইয়ের সুতীপাড়া ইউনিয়নের বাড়পাইখা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে। মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ছিল। জানা গেছে, জুবায়েদা শনিবার রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, কারা কি কারণে জুবায়েদাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ফরিদপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, মধুখালীতে জিহাদ ফকির (৩২) নামে কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে কামালদিয়া ইউনিয়নের নদীয়া বাজারকান্দি গ্রামে। জিহাদ ফকির কৃষক। তিনি কামালদিয়া ইউনিয়নের নদীয়া বাজারকান্দি গ্রামের আব্দুর রউফ ফকিরের ছেলে। জিহাদ বিবাহিত ও দুই ছেলের বাবা। তার বড় ছেলে রিজান হামিম (৯) মধুখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র, ছোট ছেলে তালহার বয়স দুই বছর। জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে জিহাদের ছাগলের বাচ্চা বাড়ির সামনের একই গ্রামের মতিয়ার শেখদের ফসলের জমিতে গিয়ে ফসল খাওয়া শুরু করে। এ নিয়ে জিহাদের সঙ্গে প্রথমে মতিয়ারের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মতিয়ার ও তাঁর ভাই আকিদুল জিহাদের বাড়িতে গিয়ে মা, বাবা, স্ত্রী ও সন্তানের সামনেই লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি জিহাদকে পেটায়। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন জিহাদ। জিহাদকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত ১২টার দিকে মারা যায় জিহাদ। চাঁদপুরে রোহিঙ্গা নারী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে প্রেম করে রোহিঙ্গা নারীকে বিয়ে করার পর চাঁদপুর নিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে হোসনে আরা নামে ওই রোহিঙ্গা নারীকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের বাবা নূরুল হক উখিয়া থানায় অভিযোগ দিয়েছে। জানা যায়, গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢালাওভাবে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় মিয়ানমার থেকে মা-বাবার সঙ্গে হোসনে আরাও বাংলাদেশে পালিয়ে আসে। এখানে তাদের ঠাঁই হয় উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে। পরবর্তীতে চাঁদপুর বাবুরহাট খলিসাঢুলি এলাকার ফজলুল হকের পুত্র জানিবুল হকের সঙ্গে পরিচয় ও ওপ্রেমের সম্পর্ক গড়ে ওঠে হোসনে আরার। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ২০১০ সালের ৯ জুন বিয়ে করে জানিবুল স্ত্রী হোসনে আরাকে চাঁদপুর নিয়ে যায়। অথচ রোহিঙ্গা রমনীদের স্থানীয়দের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া সরকারীভাবে নিষেধ রয়েছে। নিহত হোসনে আরার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হোসনে আরা মোবাইল ফোনে তাকে তার স্বামী পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করেছে বলে জানিয়েছিল। এ দুটো বাক্যই ছিল মায়ের সঙ্গে নিহত হোসনে আরার শেষ কথা। পরে রাতে জানিবুল ফোন করে হোসনে আরা আত্মহত্যা করেছে বলে খবর দেয়। মেয়ের মৃত্যুর খবর জানার পর কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে নিহত হোসনে আরার মা হালিমা খাতুন, দুই ভাইসহ চারজনকে চাঁদপুরে পাঠিয়ে দেন। বরিশালে দুই লাশ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, উজিরপুর উপজেলার মাদার্শী ও দক্ষিণ কালিহাতা গ্রাম থেকে বৃদ্ধ ও যুবকের দুইটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহেল মৃধার (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একইদিন সকালে পৌর এলাকার মাদার্শী গ্রামের সুখরঞ্জন হালদারের (৬০) মরদেহ বাড়ির পার্শ্ববর্তী পানবরজ সংলগ্ন আম গাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। উভয় মরদেহের ময়নাতদন্ত শেষে রবিবার সকালে স্ব-স্ব পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেটে এক লাশ স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, জৈন্তাপুর উপজেলায় নিখোঁজের ২ দিন পর রবিবার পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জানা যায়, হরিপুর উত্তর বাগেরখাল গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে ভ্যানগাড়ি চালক হারুনুর রশিদ (২০) ঠাকুরের মাটি এলাকায় সৌদি আরব প্রবাসী সফি উল্লাহর নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার উত্তর বাগেরখাল গ্রামের আব্দুল জলিলের সঙ্হে ওই ভবনে বসবাস করে আসছে। গত ৭ এপ্রিল হারুন ভ্যানগাড়ি চালিয়ে রাত্রী যাপনের জন্য সৌদি আবর প্রবাসীর নির্মাণাধীন ভবনে আসে, এরপর থেকে নিখোঁজ রয়েছে। রবিবার সকাল আনুমানিক ১০টায় ঘাটেরছটি আইসক্রিম ফ্যাক্টরির সন্নিকটে পুকুরের মধ্যে স্থানীয় জনতা নিখোঁজ হারুন রশিদের লাশ দেখতে পায়। এ সময় কেয়ারটেকার আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
×