ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৩, ১০ এপ্রিল ২০১৭

টুকরো খবর

ঈশ্বরদীতে তিন ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ র‌্যাব-১২ সদস্যরা ঈশ্বরদীর শেরশা রোডের বেলতলা এলাকার মৃত রফিকুল ইসলামের দোতলা বাড়ির নিচতলায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোÑ মানিকুজ্জামান সুমন ওরফে মানিক, মোকলেছ, ফারুক হোসেন তুহিন ওরফে তুষার। এদের কাছ থেকে তিনটি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ১৬টি বিভিন্ন মডেলের ছিনতাইকৃত মোবাইল সেট, ১০টি সিমকার্ড, একটি চোরাই মোটরসাইকেল, একটি চোরাই ইজিবাইক, ডাকাতি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং ডাকাতি করা মোটরসাইকেলের অসংখ্য যন্ত্রাংশ আটক করা হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজেস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৯ এপ্রিল ॥ মোহনগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম শেখের একমাত্র ছেলে সামিউল আলম শেখ (২) পানিতে ডুবে রবিবার মারা গেছে। জানা গেছে, বেশ কয়েকদিন আগে সামিউল তার মায়ের সঙ্গে তার নানার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে বেড়াতে যায়। রবিবার দুপুরে সামিউল বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৯ এপ্রিল ॥ কচুয়ায় ধর্ষণের মামলায় রবিবার ভোরে আশ্রাফপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাসকে ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। জানা গেছে, উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের সেলিম কাজীর ১৩ বছরের মেয়ে গত বছরের ১৯ এপ্রিল অপহরণের পর গত ২৫ মার্চ বাড়ি ফিরে আসে। গত ৪ এপ্রিল মঙ্গলবার মেয়ের বাবা সেলিম কাজী বাদী হয়ে চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাসসহ সাতজনকে বিবাদী করে কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। রবিবারই মাসুদ এলাহী সুভাসকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়। মাদ্রাসার প্রজেক্টর চুরি সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৯ এপ্রিল ॥ মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার তালা ভেঙ্গে তিন লাখ টাকা এবং প্রজেক্টর চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান জানান, মাদ্রাসার প্রহরী রাত ৩টার দিকে অফিসের তালা ভাঙ্গা ও দরজা খোলা দেখতে পেয়ে আমাকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। গিয়ে দেখা যায়, মাদ্রাসার চারটি আলমারির ২১টি ড্রয়ার ভাঙ্গা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রায় তিন লাখ টাকা ও সরকার থেকে প্রাপ্ত প্রজেক্টর নিয়ে যায় চোরের দল। সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ আহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সোনাডাঙ্গায় সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে টু-া শামীম (২৮) নামক এক সন্ত্রাসী গুলিবিদ্ধ ও পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) পল্লব ও সঞ্জিব আহত হন। রবিবার ভোরে মহানগরীর সোনাডাঙ্গার টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানান, সন্ত্রাসী টু-া শামীমকে একটি রিভরবাল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে ফিরে আসার সময় টু-ার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে সন্ত্রাসী টু-া শামীম গুলিবিদ্ধ হয়। সাতক্ষীরায় বিএনপির দুই নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরের কলারোয়া পৌরসভার গোপিনাথপুর মোড় থেকে তাদের গ্রেফতার করে। আটক এই দুই আসামি হলো উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা ও সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন।
×