ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

প্রকাশিত: ০৫:০৩, ১০ এপ্রিল ২০১৭

নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া উপজেলার ঘোষনগর বাসুয়াড়ি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অব্যাহত নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। একইসঙ্গে চিহ্নিত নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রবিবার সকালে প্রেসক্লাব সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্যাতনকারী কাওসার ও তার বাহিনী এলাকায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করে কোন লাভ হয় না। ইতোপূর্বে একাধিকবার অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো তার বিরুদ্ধে অভিযোগ করায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এ অবস্থায় এলাকার সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে নির্যাতনকারী কাওসার ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ এলাকাবাসীর পক্ষে দেবপ্রসাদ চক্রবর্তী দেবু ও মৃত্যুঞ্জয়ী অধিকার। এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর শাখার সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত, যুগ্ম সম্পাদক তপন কুমার ঘোষাল, কোষাধ্যক্ষ যোগেশ পাল প্রমুখ।
×