ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:০২, ১০ এপ্রিল ২০১৭

রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ এপ্রিল ॥ হাটাব এলাকায় বানিয়াদি পানি উন্নয়ন বোর্ডের অধীনে সরকারী জমি, খাল ও রাস্তা জবরদখলের চেষ্টার প্রতিবাদে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আইডিয়াল কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। রবিবার কোম্পানির নিয়োজিত সন্ত্রাসীদের দিয়ে জবরদখলের চেষ্টা চালালে বিক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে। এলাকাবাসীর অভিযোগ, হাটাব এলাকার রূপসী-কাঞ্চন সড়ক ও শীতলক্ষ্যা নদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ বিঘা জমি আইডিয়াল নামক শিল্প প্রতিষ্ঠানের ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে জবরদখলের চেষ্টা করছে। একইভাবে বিভিন্ন শিল্প কারখানার প্রভাবশালী মালিক এ প্রতিযোগিতায় নেমে সরকারী সম্পত্তি দখলের পাঁয়তারা করছে বলে জানা যায়। এসব কোম্পানির বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করেও কোন সুরাহা পায়নি। সম্প্রতি করে হাটাব এলাকার রূপসী-কাঞ্চন সড়ক থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ ফুট প্রশস্থ ও আধা কিলোমিটার দৈর্ঘ্য খালটিতে এলাকাবাসী গোসল থেকে শুরু করে নদীতে আসা-যাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া এ খালের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমিতে পানি নিষ্কাশন করা হচ্ছে। দখলদারদের দাপটে বর্তমানে এ এলাকার সুপ্রশস্ত খাল মাত্র ১০ ফুটে রূপান্তরিত পানি প্রবাহে বাধা পাচ্ছে। ইরি মৌসুমে কৃষকরা তাদের জমি সেচে পর্যাপ্ত পানি পাচ্ছে না। এছাড়া স্থলজমির বেশিরভাগই জবরদখল হয়ে গেছে। সূত্র জানায়, জবরদখলে মেতে উঠেছে আইডিয়াল কোম্পানি। শীতলক্ষ্যা নদী পাড়ের বেশ কিছু জমিও জবরদখল করবে বলে চাউর উঠেছে।
×