ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশাল-পটুয়াখালী বাস তিনদিন বন্ধ ॥ যাত্রী ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৫:০১, ১০ এপ্রিল ২০১৭

বরিশাল-পটুয়াখালী বাস তিনদিন বন্ধ ॥ যাত্রী ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শ্রমিকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল-পটুয়াখালী রুটে সরাসরি বন্ধ থাকা বাস চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় তৃতীয়দিনেও যাত্রীরা ভোগান্তির মধ্য দিয়েই এ রুটে চলাচল করছে। গত শুক্রবার বিকেল থেকে বরিশাল থেকে পটুয়াখালী, বাউফল, কুয়াকাটা, বরগুনা রুটের সরাসরি কোন বাস চলাচল করছে না। তবে পটুয়াখালী মালিক সমিতির বাস লেবুখালী ফেরির দুমকি প্রান্ত পর্যন্ত এবং বরিশাল মালিক সমিতির বাস লেবুখালী ফেরির বাকেরগঞ্জ প্রান্ত পর্যন্ত যাত্রী নিয়ে যাচ্ছে। পরে যাত্রীদের নিজস্ব পন্থায় ফেরি নয়ত খেয়া দিয়ে পায়রা নদী পাড়ি দিয়ে অপর প্রান্তে গিয়ে বাসে উঠে গন্তব্যে যেতে হচ্ছে। শুক্রবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত এভাবেই বাস চলাচল করছে বলে জানিয়েছেন বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন। তিনি জানান, সরাসরি বাস চলাচল করতে না পারায় লেবুখালী ফেরিঘাটে গিয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের পক্ষ থেকে শ্রমিকদের বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। বরিশাল রেঞ্জের ডিআইজি পটুয়াখালী জেলার এসপিকে বিষয়টি দেখার জন্য বলেছেন। শ্রমিকরা জানায়, যাত্রী তোলাকে কেন্দ্র করে বরিশাল মালিক সমিতির নিউ আমান পরিবহনের সুপারভাইজারকে গত বৃহস্পতিবার মারধর করে পটুয়াখালী মালিক সমিতির নিউ পর্যটন নামের একটি বাসের স্টাফরা। পরবর্তী সময়ে নিউ পর্যটন গাড়িটি যাত্রী নিয়ে বৃহস্পতিবার বিকেলে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে আসলে পূর্ব ঘটনার জেরধরে ওই বাসের স্টাফদের মারধর করা হয়। এরপর থেকেই দুই জেলা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
×