ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিনয় ভালবাসি : তোফায়েল আজম

প্রকাশিত: ০৪:০৮, ১০ এপ্রিল ২০১৭

অভিনয় ভালবাসি : তোফায়েল আজম

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ে প্রতিভাবান অভিনয়শিল্পী মোঃ তোফায়েল আজম চৌধুরী। এক সময়ের এই মঞ্চকর্মী গত বছর ২০১৪ সালের রোজার ঈদে আরটিভির আর বি প্রিতম পরিচালিত ‘ডেনঞ্জারম্যান’ নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে তার অভিষেক হয়। এরপর একই পরিচালকের এক ঘণ্টার নাটক ‘আামি ভিলেন হতে চাই’, ‘ট্রিপ-টিন’, ‘বোবা মাস্তান’, ‘টোনাটুনির গল্প’, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’, ‘তিনি আর অভিনয় করবেন না’ প্রভৃতি নাটকে অভিনয় করেন। এছাড়াও মোস্তফা কামাল রাজ, হাসান মোর্শেদ, হিমেল হকসহ আরও অন্যান্য পরিচালকের এক ঘণ্টার নাটক ‘আম্পায়ার’, ‘প্রম্পটার’, ‘আপনার গরু কে লাইক দিন’ নাটকে গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকগুলো দেশের প্রথম সারির টিভি চ্যানেলগুলোতে প্রচার হয়েছে। এছাড়াও বেশ কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। আরও দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মেয়েটি এখন কোথায় যাবে চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। যা গত ১০ মার্চ চলচ্চিত্রটি সারাদেশ ব্যাপী একযোগে মুক্তি পায়। এ প্রসঙ্গে তোফায়েল আজম বলেন, অভিনয়টা আমার ভাল লাগে তাই অভিনয়কে ভালবাসি, এটা আমার পেশা না। তাই কাজের ফাঁকে এবং ছুটির দিনগুলোতে সুযোগ পেলেই আমি নাটকে কাজ করি। এছাড়াও সুবচন নাট্য সংসদের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলাম। অভিনয়ের নেশাটা সেখান থেকেই। আমি বিশেষ করে পরিচালক আর বি প্রিতমের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি থিয়েটারে কাজ করলেও ক্যামেরার সামনে খুবই অপ্রস্তুত ছিলাম। যা প্রিতম ভাইয়ের সহযোগিতায় দূর করতে সক্ষম হই। তার ক্যারিয়ারের শুরু দিকে আমার মত নতুন একজনকে নাটকে সুযোগ দেয়াটাও তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আগামী রোজার ঈদে বেশ কিছু এক ঘণ্টার নাটকে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। অভিনেতা তোফায়েল আজমের জন্য অনেক অনেক শুভ কামনা।
×