ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতি উৎসব

প্রকাশিত: ০৪:০৮, ১০ এপ্রিল ২০১৭

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতি উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ রাষ্ট্র ও সমাজ জীবনে এবং নানা ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির চেতনা বিকাশের লক্ষ্যে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় মুক্তিযুদ্ধ একাডেমির আয়োজনে হয়ে গেল সম্প্রীতি উৎসব-২০১৭। গত শুক্রবার ধানম-ির রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এ উৎসব মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, গান, কবিতা, আলোচনা ও সংবর্ধনা প্রদানের করা হয়। এছাড়াও ‘পটের গান বাংলার বাঘ’ শীর্ষক পটুয়া নাজিরের পটচিত্র প্রদর্শনী ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের দুই সংগ্রামী মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা রাকা ও নাজমুল হাসান পাখিকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সংস্কৃতি সচিব কবি আজিজুর রহমান আজিজ, কবি কাজী রোজী এমপি, ঢাকার রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি. ডেমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সম্প্রীতির কবিতা পাঠ করেন কবি আসলাম সানী, কবি আইয়ুব হোসেন, কবি আনিস মুহম্মদ, কবি আ ফ ম মোদাচ্ছের আলী, কবি কাজী মোহিনী ইসলাম, কবি শরাফত হোসেন প্রমুখ। সম্প্রীতির সঙ্গীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, শহীদ কবির পলাশ, আরিফ রহমান, জেরিন তাবাচ্ছুম হক এবং আরিয়ানা শ্রেষ্ঠা ঋদি।
×