ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধারাবাহিক নাটক ‘স্বপ্ন কারিগর’

প্রকাশিত: ০৪:০৮, ১০ এপ্রিল ২০১৭

ধারাবাহিক নাটক ‘স্বপ্ন কারিগর’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি আলী সুজনের রচনা ও পরিচালনায় নির্মিত হলো ১৩ পর্বের ধারাবাহিক নাটক ‘স্বপ্ন কারিগর’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, মাসুম আজিজ, এ্যানি খান, শহিদ আলমগীর, আরমান পারভেজ মুরাদ, জয়রাজ, শফিক খান দিলু, মাসুদ রানা মিঠু, ফাহমিদা শারমিন, আশরাফ কবীর, উত্তম কুমার প্রমুখ। অহনা মাল্টিমিডিয়া এবং ডিজিটাল ভিশন প্রযোজিত ‘স্বপ্ন কারিগর’ ধারাবাহিক নাটকটি অচিরেই প্রচার শুরু হবে বলে জানা গেছে। নাটকের গল্পে দেখা যাবে নন্দপুর গ্রামের জমির চেয়ারম্যানের মন্দ স্বভাবের সঙ্গে কিছুতেই কুলিয়ে উঠতে পারে না তার অধীনস্থ রমজান চৌকিদার। ক্ষোভে-ঘৃণায় চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। বাবার স্বপ্ন পূরণ করতে তার দুই পুত্র রাজীব ও সুরত আলী রুখে দাঁড়ায় জমিরের বিরুদ্ধে। শুরু করে নানা ফন্দি ও পাঁয়তারা। রাজীব ও সুরত আলীর রাজনীতির কৌশলের কাছে পরাজিত হয় জমির চেয়ারম্যান। তার শিষ্য রাজ্জাক আলী ও এলাকার নাম করা চোর বজলাকে যেতে হয় জেলখানায়। অবশেষে নন্দপুরের আকাশে বাতাসে শান্তির সুবাতাস পাওয়া যায়। উদয় হয় নবদিগন্তের। এমনি সমাজিক ঘাত-প্রতিঘাত, প্রেম-ভালবাসা-আনন্দ-বেদনার নানা সমীকরণে গড়ে উঠেছে ধারাবাহিক নাটক ‘স্বপ্ন কারিগর’। মনের মাঝে জমে আছে কত শত ঝড় তবুও সুখের স্বপ্ন দেখে স্বপ্ন কারিগর।
×