ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাসড়কের ৫শ’ গজের মধ্যে পানশালা নয়

প্রকাশিত: ০৪:০৬, ১০ এপ্রিল ২০১৭

মহাসড়কের ৫শ’ গজের  মধ্যে পানশালা নয়

ভারতের সুপ্রীমকোর্ট মহাসড়কের ৫শ’ গজের মধ্যে হাজার হাজার মদের দোকান, পানশালা, রেস্তরাঁ ও হোটেল বন্ধ করার নির্দেশ দিয়ে সম্প্রতি একটি রুলিং দিয়েছে। লক্ষ্য মাতাল অবস্থায় যানবাহন চালানো বন্ধ করা। কিন্তু এজন্য দেশটিতে আসা পর্যটক ও অফিস কর্মীরা পড়েছেন বিপাকে। নয়াদিল্লীর পার্শ্ববর্তী শহর গুরুগাঁওয়ের অর্ধেক বার ও রেস্তরাঁ বন্ধ হয়ে গেছে। ২০১৬ সালে ভারতে ৪ হাজার কোটি ডলারের এ্যালকোহল বিক্রি হয়েছে। মূল্যমানের দিক দিয়ে ভারতে মদের বাজার হচ্ছে অষ্টম বৃহত্তম। আগামী চার বছর গড়ে বার্ষিক শতকরা ৬ ভাগ হারে বাড়বে এই মদ বিক্রি। ইউরোমনিটর ইন্টারন্যাশনাল এই হিসাব দিয়েছে। সুপ্রীমকোর্টের নিষেধাজ্ঞার পর ভারতে মদ প্রস্তুতকারী কোম্পানিগুলোর শেয়ারের দামও পড়ে গেছে। নিষেধাজ্ঞার কয়েক দিন পরই বোম্বে স্টক এক্সচেঞ্জে ইউনাইটেড স্পিরিটদের সূচক শতকরা প্রায় ৯ ভাগ পড়ে যায়। -ওয়েবসাইট
×