ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদে পদে কংগ্রেসের বাগড়া

হোয়াইট হাউসে সহজ হতে পারছেন না ট্রাম্প

প্রকাশিত: ০৪:০৫, ১০ এপ্রিল ২০১৭

হোয়াইট হাউসে সহজ  হতে পারছেন না ট্রাম্প

ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য হোয়াইট হাউসের প্রথম দিনগুলো ছিল খুবই কঠিন। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে সবকিছু পরিবর্তন করে সহজলভ্য করে তুলবেন। তবে এখন তাকে কংগ্রেস ও আদালতের বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে। খবর এএফপির। রাজনীতির মৌলিক শিক্ষা ট্রাম্প খুবই কঠিনভাবে আবার শিখছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতাকে সংযত রাখতে আইনসভা ও বিচার বিভাগীয় শাখাগুলো কাজ করে যাচ্ছে। যাতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা যায়। এরই প্রথম ধাপ হচ্ছে, ট্রাম্পের দুটো সবচেয়ে বড় নির্বাহী অদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা রুখে দেয়া। ডার্টমাউথ সরকার প্রফেসর জন কেরি অন্যান্য গণতন্ত্রের সঙ্গে তুলনা করে বলেন, আমাদের প্রেসিডেন্সি রাজনৈতিক এজেন্ডার ক্ষেত্রে খুবই দুর্বল। হোয়াইট হাউস কোন বিল কংগ্রেসে উত্থাপন করতে পারে না। আইনপ্রণেতারা রাজনৈতিক এজেন্ডার বিশেষ ক্ষমতা বলে বিল কংগ্রেসে উত্থাপন করেন। সিনেটে বিরোধী দলের অধিকার বিশেষ গুরুত্ব পায়। সেখানে যোগ্যতাসম্পন্ন সংখ্যাগরিষ্ঠের সমর্থনে বিল পাস হয়। প্রসিডেন্টের ক্ষমতা প্ররোচনামূলক। আইনপ্রণেতারা বাধ্যকারীন। ট্রাম্প তার ক্ষমতাকে গুরুতরভাবে অনেক বেশি বলে মনে করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করতে হলে বিচার ব্যবস্থার ওপর নির্ভরশীল হতে হয়। সফলভাবে কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। এর কিছুই নতুন নয়। সুপ্রীমকোর্ট ১৯৩০ সালে ফ্রাঙ্কলিন রুজভেল্টের অনেক নির্বাহী আদেশ আটকে দিয়েছিল। যার মধ্যে নিউ ডিল অন্যতম। তবে যুক্তরাষ্ট্রের নীতিগুলোর বিচারিকীকরণ সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়েছে।
×