ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত: ০৪:০৪, ১০ এপ্রিল ২০১৭

ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ

ভেনিজুয়েলায় পুলিশ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানী কারাকাসে শনিবারের এ সংঘর্ষের সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে এটি চতুর্থ বিক্ষোভ। ভেনিজুয়েলার বামপন্থী সরকার বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেসকে ১৫ বছরের জন্য যে কোন সরকারী পদে নিষিদ্ধ করার বিষয়ে এক আদেশ জারি করলে তার ক্ষুব্ধ সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৪ হাজার লোক ওই বিক্ষোভে অংশ নেন। খবর ইয়াহু নিউজের। ক্যাপ্রিলেস ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর কাছে সামান্য ব্যবধানে পরাজিত হন। ওই নির্বাচনের মাধ্যমে মাদুরো তার বিজ্ঞ পরামর্শদাতা ও দেশটির সমাজতান্ত্রিক বিপ্লবের জনক হুগো শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। ৪৪ বছর বয়সী ক্যাপ্রিলেস শুক্রবার ঘোষণা করেন, আগামী বছরের জাতীয় নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে রাখতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। শনিবার বিক্ষোভকারীরা শহরের পূর্বাঞ্চলে সমবেত হওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর ক্যাপ্রিলেসের অনুরোধে বিক্ষোভকারীরা তাদের গতিপথ পরিবর্তন করে এবং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ন্যায়পালের কার্যালয়ের দিকে এগিয়ে যায়। শহরের পূর্বাঞ্চলে অনেক সরকারী কার্যালয় রয়েছে এবং মদুরোপন্থীদের দুর্গ হিসেবে পরিচিত।
×