ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তালিকাভুক্ত কোম্পানি করহার ঢেলে সাজানোর প্রস্তাব

প্রকাশিত: ০৪:০৩, ১০ এপ্রিল ২০১৭

তালিকাভুক্ত কোম্পানি করহার ঢেলে সাজানোর প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে এবং বিদ্যমান কোম্পানিসমূহকে প্রণোদনা হিসেবে কর্পোরেট করহার ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, এসএমই ফাউন্ডেশন)-এর সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান মজুমদার। তালিকাভুক্ত পাবলিক ট্রেডেড কোম্পানির কর্পোরেট কর ২০ শতাংশ করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, পুঁজিবাজারে আরও বেশি কোম্পানি অন্তর্ভুক্ত করতে প্রণোদনা হিসেবে কর্পোরেট কর ২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা যেতে পারে; অন্যান্য লিমিটেড কোম্পানির ৩৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করা যেতে। এছাড়া ব্যাংক, ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠান, সিগারেট উৎপাদনকারী কোম্পানি, মোবাইল ফোন কোম্পানির কর্পোরেট করহার পুনর্বিন্যাসের প্রস্তাব করেন তিনি। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ক্ষুদ্র এবং মাঝারি খাতে নিম্নহারে আলাদা করহার প্রযোজ্য উদাহরণ টেনে সিএসই এমডি বলেন, তালিকাভুক্ত কোম্পানিসমূহের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অতালিকাভুক্ত কোম্পানিসমূহের তুলনায় অধিকতর স্বচ্ছ। কর্পোরেট করহারে যথেষ্ট ব্যবধান থাকলে গুণগত মানসম্পন্ন কোম্পানিসমূহ পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। যা একটি টেকসই পুঁজিবাজার তথা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। একইসঙ্গে তিনি এসএমই খাতকে পুঁজিবাজারে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনামূলক করহার প্রবর্তন করার প্রস্তাব দেন। তিনি বলেন, পুঁজিবাজারে এসএমই খাতকে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কোম্পানিসমূহকে পৃথক স্কিমের আওতায় এনে এদের জন্য প্রথম ৫ কোটি টাকা আয় পর্যন্ত ০ শতাংশ, পরবর্তী ৫ কোটি টাকা পর্যন্ত ১৫ শতাংশ ও ৫ কোটির উর্ধে ২০ শতাংশ কর আরোপ করা যেতে পারে।
×