ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে দুটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলা হচ্ছে

প্রকাশিত: ০৪:০২, ১০ এপ্রিল ২০১৭

টেকনাফে দুটি বিশেষ পর্যটন  অঞ্চল গড়ে তোলা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টেকনাফে দুটি বিশেষ পর্যটন অঞ্চল গড়ে তোলার কাজ শুরু করেছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা। এরই মধ্যে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। দরপত্র বণ্টনের পর শুরু হবে অবকাঠামো উন্নয়নের কাজ। ভ্রমণ পিপাসুরা এখান থেকে আধুনিক মানের পর্যটন সুবিধা পাবেন বলে মত কর্তৃপক্ষের। কক্সবাজার সমুদ্র সৈকতে বছরজুড়েই থাকে পর্যটকের আনাগোনা। তবে, বিচ্ছিন্ন হোটেল মোটেল আর এলোমেলো ব্যবস্থাপনায় সৈকতের সৌন্দর্যে বিশৃঙ্খল অবস্থা চোখে পড়ে যে কারোর। এখান থেকে কক্সবাজার হয়ে টেকনাফের মেরিন ড্রাইভ। তার পাশেই সমুদ্রের কোল ঘেঁষে টেকনাফের সাবরাংয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা একটি বিশেষ ট্যুরিজম জোন করতে যাচ্ছে। তীরে ভেড়া জেলেদের দুই একটি সাম্পান ছাড়া এই এলাকাটি এখনও বেশ নির্জন। তবে, বেজার পরিকল্পনা এখানে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে পর্যটকদের জন্য। থাকবে ৫ তারকা হোটেল, ইকো ট্যুরিজম, সেন্টমার্টিন বেড়ানোর জন্য সী ক্রুজও। সব মিলিয়ে নির্ভেজাল ভ্রমণে আন্তর্জাতিক মানের আধুনিক সব সুবিধার সমন্বয়। দূর থেকে দেখলে দ্বীপটিকে মনে হয় ফুটবল আকৃতির একটি ভাসমান বনভূমি। দীর্ঘদিন দখলে থাকার পর ২৭১ একরের দ্বীপটিতে হতে যাচ্ছে ট্যুরিজম পার্ক। এরই মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বেশ কয়েকটি বিদেশী কোম্পানি আগ্রহ জানিয়েছে। এখানে থাকবে হোটেল, মোটেল, ক্যাবেল কার, ভাসমান জেটি, শিশু পার্ক ইত্যাদি।
×