ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে ৩ কোটি টাকার ফুল বিক্রি করতে চান যশোরের ফুল চাষীরা

প্রকাশিত: ০৪:০১, ১০ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখে ৩ কোটি টাকার ফুল বিক্রি করতে চান যশোরের ফুল চাষীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মৌসুমের শেষ সময় হলেও পহেলা বৈশাখের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালীর ফুল চাষীরা। সে লক্ষ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করছেন তারা। আর এ দিবসটিতে প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তাদের। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুল চাষীরা প্রতি মৌসুমে ৬টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন। উৎসবগুলোর মধ্যে ইংরেজী নববর্ষ, বসন্ত দিবস, ভালবাসা দিবস, মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের বেচাকেনা শেষ করেছেন তারা। এখন মৌসুমের শেষ সময়। মাঠে পর্যাপ্ত ফুল থাকলেও কোন উৎসব না থাকায় ফুলের দাম কিছুটা কম। তবে শেষ উৎসব বাংলা নববর্ষ বরণ ঘিরে আশায় বুক বেঁধেছেন চাষীরা। পহেলা বৈশাখের বাজার ধরতে গাছ পরিচর্যাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন ফুল চাষীরা। এ উৎসবকে ঘিরে প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রি করা সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটি সভাপতি আব্দুর রহিম। বর্তমানে এলাকার ৬ হাজার কৃষক বাণিজ্যিকভাবে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরনের ফুল উৎপাদন করছেন।
×