ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুফতি হান্নানসহ তিন জঙ্গীর প্রাণভিক্ষার আবেদন নাকচ

প্রকাশিত: ০৮:০৩, ৯ এপ্রিল ২০১৭

মুফতি হান্নানসহ তিন জঙ্গীর প্রাণভিক্ষার  আবেদন  নাকচ

বাংলানিউজ ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানসহ মৃত্যুদ-প্রাপ্ত তিন জঙ্গীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। ফলে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে তাদের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্য দুই জঙ্গী হচ্ছে দেলোয়ার হোসেন রিপন ও শরীফ শাহেদুল আলম বিপুল। মামলার প্রধান আসামি মুফতি হান্নান ও বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ও রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।
×