ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সর্ববৃহৎ কৃত্রিম সূর্য তৈরি

প্রকাশিত: ০৬:২৫, ৯ এপ্রিল ২০১৭

সর্ববৃহৎ কৃত্রিম সূর্য তৈরি

সর্ববৃহৎ কৃত্রিম সূর্য তৈরি করেছেন জামার্নির একদল বিজ্ঞানী। এ সূর্যের আলোর প্রখরতায় যে কোন ধাতু নিমিষেই গলে যেতে পারে। আর চোখের নিমিষে কোন জীবন্ত প্রাণী পুড়ে খাক হয়ে যেতে পারে। এ সূর্য তৈরি করতে ১৪৯টি বড় ধরনের বাতি জোড়া দেয়া হয়েছে। এর আগেও কৃত্রিম সূর্য তৈরির খবর শোনা গেছে। তবে জামার্নির বিজ্ঞানীদের তৈরি নতুন এ সূর্য পূর্বের তুলনায় ১০ হাজার গুণ শক্তিশালী। বিজ্ঞানীরা এ সূর্যের নাম দিয়েছেন ‘সাইনলাইট’। প্রাথমিকভাবে এ সূর্যে বিদ্যুত সংযোগ দেয়ার সময় লোকজনকে অনেক দূরে থাকতে বলা হয়েছে। এ সূর্যের সাহায্যে পরিবেশবান্ধব জ্বালানি তৈরির কথা ভাবছেন বিজ্ঞানীরা। জামার্নির মহাকাশ গবেষণা কেন্দ্রে এ সূর্য রাখা হয়েছে। গবেষকরা প্রাথমিকভাবে এ সূর্যের সাহায্যে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের চিন্তা-ভাবনা করছেন। কারণ বিশ্বে হাইড্রোজেন অতিপরিচিত জ্বালানি হলেও খাঁটি হাইড্রোজেন পাওয়া দুষ্কর। আর এ সূর্যের সাহায্যে কমদামে এ জ্বালানি উৎপাদন করা যাবে। বিজ্ঞানীরা এর আগে সমুদ্রের পানির স্বয়ংক্রিয় বিশ্লেষণ, কৃত্রিম সালোকসংশ্লেষণসহ অন্যান্য প্রক্রিয়ায় হাইড্রোজেন উৎপাদনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে এবার বিজ্ঞানীরা এ কৃত্রিম সূর্যের আলোর সাহায্যে খাঁটি হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে আশাবাদী। দুই বছর ধরে ৩৫ লাখ ইউরো খরচ করে এ কৃত্রিম সূর্য তৈরি করা হয়েছে। Ñসায়েন্স এ্যালার্ট ডটকম অবলম্বনে।
×