ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএলে পাঞ্জাব হারাল পুনেকে

প্রকাশিত: ০৬:১০, ৯ এপ্রিল ২০১৭

আইপিএলে পাঞ্জাব হারাল পুনেকে

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবারের দিনের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ইন্দোরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে স্টিভেন স্মিথের পুনে। বেন স্টোকস সর্বোচ্চ ৫০ রান করে আউট হন। ৩২ বলের ইনিংসে ২ চারের বিপরীতে ৩টি বিশাল ছক্কা হাঁকান দশম আসরের নিলামে রেকর্ড সর্বোচ্চ সাড়ে ১৪ কোটি মূল্য পাওয়া এই ইংলিশ অলরাউন্ডার। এছাড়া মনোজ তিওয়ারি ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। সুবিধা করতে পারেননি বড় তারকা মহেন্দ্র সিং ধোনি। তিনি আউট হয়েছেন মাত্র ৫ রানে। ধোনি ইস্তফা দেয়ায় অধিনায়কের দায়িত্ব পাওয়া স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ২৬ রান। জবাবে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল (২০ বলে ৪৪*) ও ডেভিড মিলারের (২৭ বলে ৩০*)) ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। হাসিম আমলা ২৮, অক্ষর প্যাটেল করেন ২৪ রান। আইপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ। বিকেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদের প্রতিপক্ষ গুজরাট লায়ন্স। রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সাকিব-আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। আগেরদিন গুজরাটের বিপক্ষে পাওয়া নাইটদের জয়ের কথা বিশেষভাবে বলতে হয়। ১৮৪ রানের লক্ষ্যটা কোন উইকেট না হারিয়ে ৩১ বল বাকি থাকতেই পেরিয়ে যায় গৌতম গাম্ভীরের দল। তুলে নেয় ১০ উইকেটের জয়। আইপিএল তো বটেই, টি২০ ইতিহাসে কোন উইকেট না হারিয়ে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড এটি। ২০১৫ সালে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের ১৭০ রান তাড়ায় পার্থ স্কর্চার্সের ১০ উইকেটের জয় ছিল আগের রেকর্ড। আর আইপিএলে আগের রেকর্ড ছিল ২০১২ সালে রাজস্থান রয়্যালসের ১৬৩ রান তাড়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের ১০ উইকেটের জয়। রেকর্ডের দিনে গাম্ভীর ৪৮ বলে ৭৬ এবং ক্রিস লিন ৪১ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১৪.৫ ওভারেই জয় পায় নাইটরা।
×