ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিকম্যান মালিঙ্গার হতাশা

প্রকাশিত: ০৬:০৯, ৯ এপ্রিল ২০১৭

হ্যাটট্রিকম্যান মালিঙ্গার  হতাশা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ইনজুরির পর সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি২০তে করেছেন হ্যাটট্রিক। ছোট্ট ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ম্যাচে টাইগারদের দুরন্ত নৈপুণ্যে তবু হেরে গেছে তার দল শ্রীলঙ্কা। সিরিজসেরা হয়েও তাই হতাশা গোপন করেননি মালিঙ্গা, ‘হ্যাঁ, আমি যথেষ্টই হতাশ। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করার পরও আমার দল হেরেছে। শেষ ম্যাচে ওদের বিপক্ষে না জেতায় আমার মতো দলের বাকি সদস্যরাও হতাশ।’ আইপিএলের দশম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মালিঙ্গা। সেখানেই সংবাদ মাধ্যমকে একথা বলেন তুখোড় এ পেসার। কলম্বোয় সেদিন ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন মালিঙ্গা। একে একে ফিরিয়ে দেন মুশফিকুর রহীম, মাশরাফি আর অভিষিক্ত মেহেদী হাসান মিরাজকে। এরপরও হারে তার দল। হ্যাটট্রিক-অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে মালিঙ্গা জানান, ‘হ্যাঁ, এটা আমার আরেকটি হ্যাটট্রিক ছিল। চার কিংবা পাঁচটি হ্যাটট্রিক হয়েছে। সম্ভবত পাঁচটিই হবে। ওয়াসিম আকরামের থেকে একটি বেশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি হ্যাটট্রিক আছে আমার। একটি করে করেছি অস্ট্রেলিয়া, কেনিয়া আর সর্বশেষটি বাংলাদেশের বিপক্ষে।’ ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ৪ বলে চারটি উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। কোন হ্যাটট্রিককে এগিয়ে রাখবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আসলে কোন হ্যাটট্রিককে আলাদা করে বিবেচনা করি না। সবগুলোই আমার কাছে স্পেশাল। সবগুলো হ্যাটট্রিকই আমাকে অনুপ্রেরণা দেয়, আনন্দ দেয়। এটা আমার কঠোর পরিশ্রমের ফসল।’ ৩৩ বছর বয়সী মালিঙ্গা নিয়মিতই ইনজুরিতে ভুগছেন। টেস্ট-ওয়ানডে ছেড়ে কেবল টি২০ খেলছেন। এই বয়সেও দুর্দান্ত সব ইয়র্কারে ব্যাটসম্যানদের কুপোকাত করে চলেছেন। হ্যাটট্রিকের পরও দল হারলে কষ্ট তো লাগবেই। অবশ্য এই সিরিজেই ওয়ানডেতে হ্যাটট্রিক করেও দেশের হার দেখতে হয় বাংলাদেশী পেসার তাসকিন আহমেদকে।
×