ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তবু পাকিস্তানের হার

প্রকাশিত: ০৬:০৯, ৯ এপ্রিল ২০১৭

তবু পাকিস্তানের হার

স্পোর্টস রিপোর্টার ॥ তিন শতাধিক রানের বড় স্কোর গড়েও প্রথম ওয়ানডেতে উইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরে গেছে সফরকারী পাকিস্তান। গায়ানায় নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সরফরাজ আহমেদের দল। তবে জেসন মোহাম্মেদ ও এ্যাশলে নার্সের (৩৪*) চমৎকার ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। মনে রাখার মতো এক জয়ে তিন ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে যায় জেসন হোল্ডারবাহিনী। মাত্র ৫৮ বলে অপরাজিত ৯১ রানের ম্যারাথন ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন মোহাম্মেদ। একই ভেন্যু গায়ানায় দ্বিতীয় ওয়ানডে আজই। পাকিস্তান র‌্যাঙ্কিংয়ের ‘আট’ ও উইন্ডিজ ‘নয়’ নম্বরে। দু’দলের জন্যই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ শীর্ষ আট দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সাতে বাংলাদেশ। বড় রান তাড়ায় ক্যারিবীয়দের শুরুটা দেখে মনে হয়নি তারা জিততে পারবে। ৭ রান করে সাজঘরে ফেরেন চ্যাডউইক ওয়ালটন। এরপর এভিন লুইস আর কাইরন পাওয়েল ৬৮ রানের জুটি গড়লেও স্বাগতিকদের রান রেট ছিল ৪-এর নিচে। ১০০ পেরোতেই ২৪ ওভার। লুইস (৪৭) ফেরার পর শাই হোপ-পাওয়েল গতি বাড়াতে চেষ্টা করেন। ৮৬ বলে ৬১ করেন পাওয়েল। শেষ ১৬ ওভারে প্রয়োজন ছিল ১৫০। সেখান থেকেই শুরু মোহাম্মেদতান্ডব। পাকিস্তানের পেস-স্পিন, কিছুই পাত্তা দেননি ৩০ বছর বয়সী। ৩১ বলেই তুলে নেন ওয়ানডেতে তার তৃতীয় হাফ সেঞ্চুরি। একপাশে কার্টার-হোল্ডার বিদায় নিয়েছেন। আরেক পাশে ঝড় তোলেন তিনি। শেষ ৫ ওভারে প্রয়োজন ৪৭। নার্স এসে সহজ করে দিয়েছেন সেই কাজ। মাত্র ২৭ বলে ৫০ রানে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েছেন দু’জনে। ১১ চার ও ৩ ছক্কায় ৫৮ বলে ৯১ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মোহাম্মেদ। নার্স ৫ চার ও ১ ছক্কায় ১৫ বলে অপরাজিত ৩৪। তবু ম্যাচের প্রথম অংশটা ছিল পাকিস্তানের। কামরান আকমল ও আহমেদ শেহজাদ ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন ১৫ ওভারেই। প্রায় চার বছর পর ওয়ানডে খেলতে নামা আকমল ৪৭ করে আউট হন ৫ চার ও ৩ ছক্কায়। দ্বিতীয় উইকেটে শেহজাদ ও হাফিজের জুটি ৬৪ রানের। দলে ফেরা শেহজাদ করেন ৮৩ বলে ৬৭। বাবর আজমকেও হারিয়ে রানের গতি একটু কমে গিয়েছিল। সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে যেন চতুর্থ জুটিতে। ৫৬ বলে ৮৯ রানের জুটি গড়েন হাফিজ ও শোয়েব মালিক। সেটির মূল কারিগর মালিক, ৩৮ বলে করেন ৫৩। মন্থর সূচনার পর দারুণ খেলে শেষ পর্যন্ত হাফিজও করেন ৯২ বলে ৮৮। স্কোর ॥ পাকিস্তান ৩০৮/৫ (৫০ ওভার; শেহজাদ ৬৭, আকমল ৪৭, হাফিজ ৮৮, বাবর ১৩, মালিক ৫৩, সরফরাজ ২০*, ইমাদ ৬* ; জোসেফ ০/৪৯, হোল্ডার ১/৫৮, নার্স ৪/৬২, বিশু ০/৩৬)। ওয়েস্ট ইন্ডিজ ৩০৯/৬ (৪৯ ওভার; লুইস ৪৭, ওয়ালটন ৭, পাওয়েল ৬১, হোপ ২৪, জেসন ৯১*, কার্টার ১৪, হোল্ডার ১১, নার্স ৩৪*; আমির ২/৫৯, হাফিজ ১/৩৫, ওয়াহাব ১/৬৯, শাদাব ২/৫২)। ফল ॥ ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ জেসন মোহাম্মেদ (ওয়েস্ট ইন্ডিজ)। সিরিজ ॥ তিন ওয়ানডের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
×