ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সঠিক সময়ে অবসর নিয়েছে মাশরাফি কোচ হাতুরাসিংহে

প্রকাশিত: ০৬:০৯, ৯ এপ্রিল ২০১৭

সঠিক সময়ে অবসর নিয়েছে মাশরাফি কোচ হাতুরাসিংহে

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ থেকে মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে যাকে সবচেয়ে বেশি দোষ দেয়া হচ্ছে, সেই বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে মনে করছেন, ‘সঠিক সময়ে অবসর নিয়েছে মাশরাফি।’ শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ শেষেই টি২০ থেকে অবসর নিয়ে নেন মাশরাফি। সেই ঘোষণা শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের প্রথম টি২০তে টস করতে গিয়েই জানিয়ে দিয়েছেন। মাশরাফির অবসর কেউই যেন মানতে পারছেন না। ‘মাশরাফিকে ফিরিয়ে আনা হোক’Ñ এমন দাবিও উঠছে। কিন্তু মাশরাফি কি আর ফিরবেন? কোনভাবেই নয়। হাতুরাসিংহে মনে করছেন, সঠিক কাজটিই করেছেন মাশরাফি। তার মতে, মাশরাফির সিদ্ধান্ত টি২০তে তরুণ ক্রিকেটারদের দলে জায়গা করে দিতে সাহায্যও করবে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচের সময় ধারাভাষ্যকার হাতুরাসিংহেকে মাশরাফির অবসর নিয়ে জিজ্ঞেস করেন। হাতুরাসিংহে বলেন, ‘আমি মনে করি সে (মাশরাফি) সঠিক সময়ে অবসর নিয়েছে। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে এবং অসাধারণ একজন ক্রিকেটার।’ সঙ্গে হাতুরাসিংহে জানান, ‘যেহেতু সামনে বিশ্বকাপ নেই, সেক্ষেত্রে আমাদের এখন থেকেই দল প্রস্তুত করতে হবে। এরজন্য দলে তরুণদের সুযোগ করে দেয়াটা জরুরী। সেটাই করে দিলেন মাশরাফি।’ তবে শুক্রবার শ্রীলঙ্কা থেকে যখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন মাশরাফি ও দল, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফি টি২০ ছাড়েনি। শুধু নেতৃত্ব ছেড়েছেন। তিনি জানান, ‘আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব?’ মাশরাফি কিন্তু টি২০ ছাড়েনি। আমরা এখনও বলিনি মাশরাফি স্কোয়াডে (টি২০’র দলে) নেই। ও অধিনায়কত্ব ছেড়েছে।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘তিন সংস্করণে আমাদের তিন অধিনায়ক হবেÑ আমি প্রথম থেকেই বলছি। ও নিজেকে ফিট মনে করলে অবশ্যই থাকবে (টি২০ দলে)। আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব? অধিনায়কত্ব শুধু ভাগ হয়েছে। মুশফিক তিন সংস্করণেই অধিনায়ক ছিল। ওর দুটির অধিনায়কত্ব চলে গেছে বলে কি মুশফিক বিদায় নিয়েছে?’ মাশরাফি অবশ্য জানিয়ে দিয়েছেন, এখন শুধু ওয়ানডে নিয়েই ভাবছেন। বলেছেন, ‘টানা আট টি২০ হেরেছি। তবে দুই বছর আগের চেয়ে আমরা এখন অনেক উন্নতি করেছি। হয়তো ছোট ছোট ভুলে হেরেছি। শেষ নয়টা ম্যাচের অন্তত চার-পাঁচটা জেতা উচিত ছিল আমাদের। সামনে টি২০তে আমরা আরও ভাল করব আশাকরি।’ সঙ্গে যোগ করেন, ‘ওয়ানডে সিরিজটা ২-০ ব্যবধানে (শ্রীলঙ্কার বিপক্ষে) জিততে পারলে ভাল লাগত। যে ভুলগুলো হয়েছে, আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধরে নেয়ার চেষ্টা করব। ওখানে ভিন্ন উইকেটে খেলা হবে। পরিকল্পনা করেই নামতে হবে এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’
×