ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনাইটেডের বাধা আজ সান্ডারল্যান্ড

প্রকাশিত: ০৬:০৭, ৯ এপ্রিল ২০১৭

ইউনাইটেডের বাধা আজ সান্ডারল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ ২০১২-১৩ মৌসুমের পর আর কোন শিরোপাই জিততে পারেনি তারা। ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের পর ডেভিড মোয়েস কিংবা লুইস ভ্যান গাল দায়িত্ব নিলেও মোটেই সুবিধা করতে পারেনি তারা। যে কারণেই চলতি মৌসুমের আগেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্পেশাল ওয়ান জোশে মরিনহোকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের কোচ হিসেবে ইতোমধ্যেই দুটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। কমিউনিটি শিল্ড এবং ইংলিশ লীগ কাপের চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য এখন প্রিমিয়ার লীগ। অন্তত শীর্ষ তিনে থেকে মৌসুম শেষ করতে মরিয়া তারা। সেই লক্ষ্য নিয়েই আজ সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে জোশে মরিনহোর শিষ্যরা। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচেও খেলতে পারছেন না দলের অধিনায়ক ওয়েন রুনি। ফলে তাকে বাদ দিয়েই মূল একাদশ সাজাতে হচ্ছে জোশে মরিনহোকে। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে গত সপ্তাহে দুটি ম্যাচ খেলে রেড ডেভিলসরা। যার দুটিতেই ড্র করেছে ম্যানইউ। গোড়ালির ইনজুরির কারণে ইংলিশ অধিনায়ক সর্বশেষ এভারটনের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি। শেষ পর্যন্ত যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ায় এ্যাশলে ইয়ংকেও মাঠের বাইরে চলে যেতে হয়। শুধু তাই নয়, চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন জোয়ান মাতা, ক্রিস স্মলিং এবং ফিল জোনসের মতো তারকারা। তাই এই মুহূর্তে ইনজুরিতে জর্জরিত ম্যানইউর মূল একাদশ নিয়ে বেশ ভাবতে হচ্ছে স্পেশাল ওয়ানকে। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটির মাধ্যমে ইউনাইটেডের সামনে সুযোগ এসেছে শীর্ষ চারে ফেরার। বর্তমানে প্রিমিয়ার লীগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে সান্ডারল্যান্ড। ৩০ ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র ২০। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। তবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির চেয়ে এক ম্যাচ কম খেলেছে জোশে মরিনহোর দল। ২৯ ম্যাচ থেকে ম্যানইউর সংগ্রহ ৫৪ পয়েন্ট। এদিকে দিনের অন্য ম্যাচে এভারটনের মুখোমুখি হবে লিচেস্টার সিটি। নিজেদের মাঠে এভারটন আতিথ্য দিবে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের। এদিকে হাঁটুর ইনজুরির কারণে কপাল পুড়েছে সাদিও মানের। মৌসুমের বাকি সময়টা যে আর মাঠেই নামতে পারছেন না লিভারপুলের এই ফরোয়ার্ড। অলরেডদের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ বিষয়টি নিশ্চিত করেছেন। স্ক্যান রিপোর্টে তার ইনজুরির মাত্রা ধরা পড়েছে। মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতেই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন মানে। এবারের প্রিমিয়ার লীগে সেনেগালের এই ফরোয়ার্ড এখন পর্যন্ত ১৩ গোল করেছেন। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি। ক্লপ জানিয়েছেন এবারের মৌসুমে তার আর খেলা হচ্ছে না। সেইসঙ্গে তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন কোচ। ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেনও। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন দলের এই তারকা স্ট্রাইকার। এমনটাই নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম। গোড়ালির ইনজুরি কাটিয়ে হ্যারি কেন এখন পুরোপুরি সুস্থ বলেই ক্লাব সূত্র জানিয়েছে। গত ১২ মার্চ এফএ কাপের ম্যাচে মিলওয়ালের বিপক্ষে হোয়াইট হার্ট লেনে গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় এই তারকা স্ট্রাইকারের। তবে চলতি সপ্তাহে ইংলিশ গণমাধ্যমে রিপোর্টের সূত্রে জানা গেছে কেন বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন এবং আগামী সপ্তাহে বোর্নমাউথের বিপক্ষেই মাঠে নামতে পারেন তিনি। স্পারস সূত্র ঘোষণা দিয়েছে দ্রুতই ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার মাঠে ফিরছেন। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই তিনি অনুশীলনে নামছেন বলেও আশা প্রকাশ করা হয়েছে। এ সম্পর্কে শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে স্পারস ম্যানেজার মরিসিও পোচেতিনো জানিয়েছেন আশার কথা হচ্ছে সে দলে ফিরেছে।
×