ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:০৬, ৯ এপ্রিল ২০১৭

মঙ্গলবার আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতে যাওয়া নিশ্চিত হলো। মঙ্গলবার আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) খেলতে ভারতে রওনা হবেন মুস্তাফিজ। বিসিবির একটি সূত্রে এমনটিই জানা গেছে। এবারও সানরাইজার্স হায়দরাবাদের হয়েই খেলবেন মুস্তাফিজ। মুস্তাফিজকে এবার দলেই রেখে দিয়েছে হায়দরাবাদ। মুস্তাফিজের দল বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন। এবার শুরুটা দুর্দান্তভাবেই করেছে তারা। প্রথম ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩৫ রানে হারিয়েছে। মুস্তাফিজকে ছাড়াই শুভ সূচনা করেছে। ৫ এপ্রিল প্রথম ম্যাচ খেলেছে হায়দরাবাদ। সেদিন চাইলেও মুস্তাফিজ খেলতে পারতেন না। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ তখনও শেষ হয়নি। ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কা থেকেই ভারতে উড়াল দিলেও মুস্তাফিজ যেতে পারেননি। তিনি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তখনও অনাপত্তিপত্র পাননি। অবশেষে সেই অনাপত্তিপত্র শনিবার পেয়ে গেছেন মুস্তাফিজ। তাই তার আইপিএলে খেলতে যাওয়ায় আর কোন বাধাই থাকল না। মঙ্গলবারই তাই উড়াল দেবেন তিনি। অবশ্য এরআগে হায়দরাবাদ আরেকটি ম্যাচ খেলেও ফেলবে। আজ গুজরাট লায়ন্সের বিপক্ষে হায়দরাবাদের একটি ম্যাচ রয়েছে। এরপর বুধবার যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে হায়দরাবাদ, সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে দেখা যাবে। এরপর থেকে মুস্তাফিজ হায়দরাবাদের হয়ে টানা ম্যাচ খেলে যাবেন। মুস্তাফিজ কম করে হলেও আটটি ম্যাচ খেলতে পারবেন। এ মাসের পুরোটাই আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজ। এরপর তাকে দেশে ফিরে আসতে হবে। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে খেলবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল লীগ পদ্ধতির সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে। এর আগে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে মে মাসের প্রথমদিনেই। তখন অনুশীলন ক্যাম্পে যোগ দিতে হবে মুস্তাফিজকে। তার আগে হায়দরাবাদের ম্যাচগুলোতে অংশ নেবেন মুস্তাফিজ। আইপিএলের শুরুতে ও শেষে এবার মুস্তাফিজ থাকতে পারছেন না। কারণ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর আবার ১ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে মুস্তাফিজকে। মে মাস থেকে তাই দলের সঙ্গেই থাকবেন মুস্তাফিজ। আইপিএলের গত আসরে (নবম আসরে) উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুস্তাফিজ। হায়দরাবাদ যে চ্যাম্পিয়ন হয়েছে, তার পেছনে মুস্তাফিজের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তার ‘কাটারে’ একের পর এক দলের ব্যাটসম্যানরা বিধ্বস্ত হয়েছে। হায়দরাবাদও জিতেছে। শেষ পর্যন্ত প্রথমবারের মতো শিরোপাও জিতেছে হায়দরাবাদ। মুস্তাফিজ গত আসরে প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়েই আসর মাতিয়েছেন। ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। আর তাই মুস্তাফিজকে এবারও দলে রেখে দিয়েছে হায়দরাবাদ। মুস্তাফিজ আইপিএল খেলবেন, না শ্রীলঙ্কা সফর শেষে বিশ্রাম নেবেন? এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চলার সময়ই এ নিয়ে প্রশ্ন ওঠে। ভারতের মিডিয়ায় আলোচনায় আসে, আইপিএল খেলবেন না মুস্তাফিজ। স্পোর্টস স্টার লাইভে এ বিভ্রান্তি ছড়ানো হয়। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের একটি সূত্র ভারতীয় স্পোর্টস স্টারকে নিশ্চিত করে, প্রথমভাগে মুস্তাফিজকে পাওয়ার সম্ভাবনা কম। ভারতের মিডিয়ায় মুস্তাফিজের মন্তব্য দিয়ে জানানো হয়, মুস্তাফিজ বলেছেন, তার আইপিএল খেলার সম্ভাবনা কম, ‘আমার মনে হয় না এবার আমি আইপিএল খেলতে পারব। এখনও বোর্ডের অনুমতির অপেক্ষায় আছি। আর খুব বেশি ম্যাচ এমনিতেও খেলতে পারব না। গেলেও মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফিরতে হবে।’ মাশরাফি বিন মুর্তজাও নাকি আইপিএল না খেলার পরামর্শ দিয়েছিলেন। মুস্তাফিজ বলেছিলেন, ‘ইনজুরি থেকে ফেরার পর এখনও ছন্দ ফিরে পাইনি। মাশরাফি ভাই তাই পরামর্শ দিয়েছেন এবার আইপিএল বাদ দেয়া উচিত আমার। তার পরামর্শ আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সামনে আমাদের লম্বা মৌসুম, আমার ফিট থাকা তাই গুরুত্বপূর্ণ।’ কিন্তু ভারতের মিডিয়ায় ছড়ানো এ তথ্য ভুল বলে জানিয়ে দেন মুস্তাফিজ। তার মন্তব্যও নেয়া হয়নি বলে জানান। মুস্তাফিজ শেষ পর্যন্ত আইপিএল খেলার সম্ভাবনার কথাই জানান, ‘আমি কখনই বলিনি আইপিএল খেলতে যাব না। এখানে খেলে আমার অনেক উপকার হয়েছে। যদি ফিট থাকি তাহলে অবশ্যই আইপিএলে খেলতে যাব। মাঝের কিছু ম্যাচ হয়তো খেলতে পারব। বোর্ড যদি আমাকে অনুমতি দেয়, তাহলে অবশ্যই সেখানে যাব।’ বোর্ড অনুমতি দিয়েছে। মুস্তাফিজ আইপিএল খেলতে মঙ্গলবার ভারতে যাবেন।
×