ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিস্তা ছাড়া অন্য কোন চুক্তি জনগণ মেনে নেবে না ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:৫৫, ৯ এপ্রিল ২০১৭

তিস্তা ছাড়া অন্য কোন চুক্তি জনগণ মেনে নেবে না ॥ মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৮ এপ্রিল ॥ তিস্তা চুক্তি না হলে বাংলাদেশের মানুষ বাঁচবে না। এটি দুঃখের কথা যে, আমরা পানিও পাব না, সীমান্তে হত্যাও বন্ধ হবে না। বাণিজ্য করতে গেলে করও কমাবে না। আমরা সব দেব, কিন্তু কিছুই পাব না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তবে প্রতিরক্ষা চুক্তি কেন? তবে ভারত কি আমাদের সন্দেহ করে? পানির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এ দেশের মানুষ অন্য কোন চুক্তি মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মিথ্যা মামলার রায় দিয়ে এ সরকার বিএনপির নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তাদেরও জনগণ নির্বাচন করতে দেবে না। মির্জা ফখরুল শনিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ডি-হাটে নিহত দলীয় নেতাকর্মীদের স্মরণসভায় এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল বিএনপির তিন নেতাকর্মীর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
×