ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একসঙ্গে ৮০ বেলুনের ইংলিশ চ্যানেল পাড়ি

প্রকাশিত: ০৫:৪৪, ৯ এপ্রিল ২০১৭

একসঙ্গে ৮০ বেলুনের ইংলিশ চ্যানেল পাড়ি

একসঙ্গে ৮০টির বেশি হট এয়ার বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বেসরকারীভাবে একটি নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছেন একদল অভিযাত্রী। এর আগে মানুষ বহনকারী এতগুলো বেলুন একইসঙ্গে এই চ্যানেল পাড়ি দিতে পারেনি। খবরে বলা হয়েছে তবে এ সাফল্য গিনেস বুক অফ ওয়াল্ডস রেকর্ডে স্থান পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারণ হিসেবে গিনেস কর্মকর্তারা বলছেন, যাত্রা শুরু করার আগে অভিযাত্রীরা আনুষ্ঠানিকভাবে গিনেসকে এ অভিযান সম্পর্কে জানাতে ব্যর্থ হয়েছে। এর আগে ২০১১ সালে ৪৯টি হট এয়ার বেলুন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। তবে গিনেস কর্তৃপক্ষ বলছে, তাদের কর্মকর্তারা সর্বশেষ এ অভিযানটি সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করছেন। যদি প্রমাণিত হয় যে সত্যিই তারা বিশ্বরেকর্ড করেছেন, তাহলে এ সাফল্যের স্বীকৃতি তাদের দেয়া হবে। ২৬ মাইল প্রশস্ত ইংলিশ চ্যানেল বিশ্বের ব্যস্ত নৌপথগুলোর মধ্যে একটি। -ডেইলি টেলিগ্রাফ অবলম্বনে।
×