ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার সুড়ঙ্গ জলপথ

প্রকাশিত: ০৫:৪১, ৯ এপ্রিল ২০১৭

এবার সুড়ঙ্গ জলপথ

পাহাড়ে সুড়ঙ্গ কেটে রেলপথ তৈরির উদাহরণ পৃথিবীর অনেক দেশেই রয়েছে। আমাদের পাশের দেশ ভারতেও রয়েছে সুড়ঙ্গ রেলপথ। তবে নরওয়ে সুড়ঙ্গ কেটে তৈরি করতে যাচ্ছে জাহাজের প্রথম সুড়ঙ্গ জলপথ। এ সুড়ঙ্গ পথ বা টানেল নির্মাণে সময় লাগবে তিন থেকে চার বছর। আর এতে খরচ পড়বে ৩১ কোটি ৫০ লাখ ডলার। ২০২৩ সালে টানেলটি উদ্বোধন করা যাবে বলে জানিয়েছে নরওয়েজিয়ান উপকূল কর্তৃপক্ষ। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের সবচেয়ে দুর্গম নৌপথ স্ট্যাডহেভেটেড সাগরকে এড়িয়ে যেতে তারা স্ট্যাড উপদ্বীপকে খুঁড়ে তৈরি করতে যাচ্ছে এ সুড়ঙ্গ জলপথ। পশ্চিম নরওয়ের স্ট্যাড উপদ্বীপের সবচেয়ে নিচু অংশটিকেই বেছে নিয়েছে তারা। এই এক মাইল লম্বা ও ১১৮ ফুট চওড়া সুড়ঙ্গ নৌপথ নির্মাণের জন্য। দেশটির উপকূল সম্পর্কিত কর্তৃপক্ষ বুধবার তাদের এ পরিকল্পনার কথা ঘোষণা করে। এক বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলটা আমাদের নৌপথ হিসেবে ব্যবহার করতে হয়। কিন্তু এটা এত বেশি ঝুঁকিপূর্ণ, যে কোন মুহূর্তে জাহাজগুলো দুর্ঘটনায় পড়তে পারে। বছরে ৪৫ থেকে ১০৬ দিন এমন বিপদ আসে আমাদের জন্য।-ডেইলি রেকর্ডস অবলম্বনে।
×