ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-খুলনা-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু

প্রকাশিত: ০৫:৪১, ৯ এপ্রিল ২০১৭

ঢাকা-খুলনা-কলকাতা  রুটে সরাসরি বাস সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বাংলাদেশ-ভারতের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরালো করতে ঢাকা-খুলনা-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে। শনিবার দুপুরে কলকাতার সল্টলেক আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লী থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) পক্ষে এ বাস সার্ভিসটি এবার বাংলাদেশের গ্রিন লাইন পরিবহন পরিচালনা করবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ২২ সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার বিকেলে বেনাপোল দিয়ে কলকাতায় যায়। বেনাপোল চেকপোস্টে গ্রিন লাইনের এ বাসটি পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চন্দন কুমার দে। তিনি সাংবাদিকদের বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। দেশটি ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে চির বাধনে আবদ্ধ করেছে। তিনি আরও বলেন, এ বাস চলাচলে দেশের দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবে। রোগী ও বৃদ্ধরা সরাসরি বাসে করে কলকাতায় চিকিৎসাসহ সব কাজে সুবিধা পাবে। বর্তমানে ঢাকা-কলকাতা, কলকাতা-ঢাকা-আগরতলা, কলকাতা-খুলনা সরাসরি বাস সার্ভিস চালু আছে। কলকাতা-খুলনা-ঢাকা হলো এ ধরনের চতুর্থ সরাসরি বাস সার্ভিস।
×