ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলার মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাস চালাতে দেয়া হবে না

প্রকাশিত: ০৫:৪১, ৯ এপ্রিল ২০১৭

বাংলার মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাস চালাতে দেয়া হবে না

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কাজ চালাতে দেয়া হবে না। বিএনপির মতো আওয়ামী লীগ সমস্যা জিইয়ে রাখতে চায় না। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে গঙ্গাচুক্তিসহ যেসব চুক্তি হয়েছে তার সবগুলোই এদেশের জনগণের জন্য হয়েছে। এতে বাংলাদেশই লাভবান হয়েছে। অথচ বিএনপিসহ স্বাধীনতাবিরোধীরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী নির্বাচন সামনে রেখে মে থেকে ১৪ দলের নেতারা জেলা সফল শুরু করবেন। এই সফরকালে জঙ্গীবিরোধী প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরা হবে। এছাড়া দিল্লীতে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী সোমবার প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে সংবর্ধনা পাবেন বলেও জানান আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নেতারা। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ। এ সফরের মধ্যদিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে। তিস্তা চুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে অত্যন্ত হƒদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার কারণে একের পর এক সফলতা আসছে। সম্প্রতি যে কয়টি চুক্তি সম্পন্ন এবং বাস্তবায়ন হয়েছে তার সবই বাংলাদেশের স্বার্থে। সম্প্রতি শেষ হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ’ সম্মেলনের আগে আগে বিভ্রান্তি ছড়াতে জঙ্গীদের ব্যবহারের চেষ্টা করা হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের কারণে ষড়যন্ত্রকারীদের নীলনক্সা নস্যাত হয়েছে। সারা বিশ্বের সংসদ সদস্যরা এসে এক নতুন বাংলাদেশ দেখে গেছেন। বৈঠকে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একই মতো দিয়ে বলেন, বিএনপির ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যু জিইয়ে রেখে ভারতবিরোধী আবহ তৈরি করতে চায়। কিন্তু তথ্য-প্রযুক্তির যুগে তারা আর জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০১, এরপর ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন। এ সময় শেখ হাসিনা যেসব চুক্তি করেছেন তা দেশের স্বার্থ রক্ষা করেই করেছেন। বিএনপিসহ সবাইকে খোলা চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনার শাসনামলে কোন চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণœ হয়েছেÑদেখাতে পারলে আমরা সমালোচনা গ্রহণ করব। বৈঠকে ১৩২ দেশের অংশগ্রহণে অত্যন্ত জমকালো ও সফল আইপিইউ সম্মেলন সফল সমাপ্তিতে সংস্থার সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে সৌদি আরবের দুই খতিবের বক্তব্যে জঙ্গীবিরোধী অভিযানে সহায়তা করবে বলেও মত প্রকাশ করেন ১৪ দলের নেতারা। এছাড়া বৈঠকে বিএনপি থেকে নির্বাচিত তিন মেয়রের বহিষ্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাৎ হোসেন বলেন, তিন মেয়রের বহিষ্কার ও পরে উচ্চ আদালতের নির্দেশ পুনর্বহালের ঘটনা জনগণের কাছে ভুলবার্তা পৌঁছায়। এগুলো কারা করে, কেন করে- খতিয়ে দেখা দরকার। ন্যাপের সাধারণ সম্পাদক নজরুল মজিদ বেলাল বলেন, জেলা সফরে গেলে স্থানীয় নেতারা ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের অবজ্ঞার চোখে দেখেন। কেন্দ্রীয়ভাবে বিষয়টি দেখা দরকার। জবাবে মোহাম্মদ নাসিম বিষয়টি দেখার আশ্বাস দেন। জাসদের (আম্বিয়া) সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ফজিলাতুন্নেসা ইন্দিরা, অসীম কুমার উকিল, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, জাসদের মোহাম্মদ খালেদ, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, ন্যাপের ইসমাইল হোসেন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের এসকে সিকদার, বাসদের (রেজাউর) রেজাউর রশীদ খান, জাতীয় পার্টির (জেপি) এজাজ আহমেদ মুক্ত, তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী প্রমুখ। সাবের চৌধুরীকে আ’লীগের অভিনন্দন ॥ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আইপিইউ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় দলটির সম্পাদকম-লীর সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাজধানীর পরীবাগের সাবের হোসেন চৌধুরীর বাসভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এ অভিনন্দন জানান। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে সাবের হোসেন চৌধুরীর হাতে একটি অভিনন্দন বার্তা এবং ফুলের তোড়া তুলে দেয়া হয়। আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পবি ও পারভীন জামান কল্পনা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১-৫ এপ্রিল ঢাকায় পাঁচ দিনব্যাপী আইপিইউ’র ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ১৩২ দেশের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ প্রতিনিধিদের মধ্যে স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ সদস্য ও বিশ্বের খ্যাতনামা ব্যক্তিবর্গ ছিলেন।
×