ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপির মন্তব্য ভাঁওতাবাজি ॥ আমু

প্রকাশিত: ০৫:৪০, ৯ এপ্রিল ২০১৭

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপির মন্তব্য ভাঁওতাবাজি ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৮ এপ্রিল ॥ ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে বিএনপির নির্দিষ্ট ও সুস্পষ্ট কোন বক্তব্য নেই বলেই তারা ভাঁওতাবাজি করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার বিকেলে শিবচরে সার্বজনীন রাধা গোবিন্দ জিঁউ মন্দিরের শত বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ফারাক্কা ও পার্বত্য শান্তিচুক্তিসহ দেশের স্বার্থে কোন চুক্তিই করেনি। এমনকি সীমান্ত, সমুদ্রচুক্তি ও শান্তিচুক্তিসহ আন্তর্জাতিক ও জাতীয়ভাবে যা কিছু দেশের স্বার্থে করা হয়েছে, তা শেখ হাসিনার আমলে হয়েছে বলেও মন্তব্য করেন। আমু আরও বলেন, ভারতের সঙ্গে কী চুক্তি হচ্ছে তা না জেনেই বিএনপির মন্তব্য প্রমাণ করে তারা টাইমপাস করছে। এখন পর্যন্ত শেখ হাসিনা যে সকল চুক্তি করেছেন, তা দেশের কল্যাণেই করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ^াস করে, রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে হবেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী। মন্দিরের সভাপতি অমূল্য কু-ুুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ নুর-ই-আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন চন্দ্র শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ স্থানীয় নেতাকর্মীরা।
×