ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে গ্রেফতার আনসারুল্লাহর আব্দুল্লাহ

প্রকাশিত: ০৫:৩৭, ৯ এপ্রিল ২০১৭

অবশেষে গ্রেফতার আনসারুল্লাহর আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) শীর্ষ নেতা হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান ওরফে আব্দুল্লাহকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আব্দুল্লাহ জঙ্গী সংগঠনটির শরীয়াহ্ বোর্ডের সদস্য। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার আহমেদ রাজিব হায়দার শোভন থেকে শুরু করে এ পর্যন্ত যত লেখক, প্রকাশক, ব্লগার হত্যার ঘটনা ঘটেছে; তার সবই হয়েছে এই শরীয়াহ্ বোর্ডের অনুমতি সাপেক্ষে। শরীয়াহ্ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষিত সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক জিয়া ও পলাতক আবু নাঈমসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোঃ শহীদুল্লাহর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীর বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে আব্দুল্লাহকে (৩১) গ্রেফতার করে ডিবির একটি দল। শনিবার দুপুরে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান থানাধীন ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলার বাসায় ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই, বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা ও ইউএসএআইডিতে কর্মরত থাকা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে হত্যা করে আনসারুল্লাহ বাংলা টিমের একটি সিøপার সেল। মামলাটির তদন্তের এক পর্যায়ে গ্রেফতারকৃত আব্দুল্লাহর নাম উঠে আসে। মাকসুদুর রহমানের সাংগঠনিক নাম আব্দুল্লাহ। জঙ্গী সংগঠনটির শীর্ষ এক নেতার সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে ঢাকায় এসেছিলেন তিনি। অনেক দিন ধরেই তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। ২০১৪ সালে আবু নাঈম নামে একজনের মাধ্যমে আব্দুল্লাহ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। প্রতিটি জঙ্গী সংগঠনে পবিত্র কোরান-হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য শরীয়াহ্ বা মুফতি বোর্ড রয়েছে। আব্দুল্লাহ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শরীয়াহ্ বোর্ডের সক্রিয় সদস্য। শরীয়াহ্ বোর্ডের অনুমোদন ছাড়া আনসারুল্লাহ বাংলা টিম আজ পর্যন্ত কোন হত্যাকা-ের ঘটনা ঘটায়নি। শরীয়াহ্ বোর্ডের সদস্য সংখ্যা পাঁচ বলে জানা গেছে। তার মধ্যে আবু নাঈম ইতোপূর্বে গ্রেফতার হয়েছিলেন। বোর্ডটির অন্যতম সদস্য সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া। মেজর জিয়া আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখারও প্রধান। একে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। আব্দুল্লাহর বরাত দিয়ে মনিরুল ইসলাম জানান, ২০০৭ সালে ফরিদাবাদ মাদ্রাসায় পড়ার সময় জিহাদ বিষয়ে আগ্রহী হন গ্রেফতারকৃত আব্দুল্লাহ। পরবর্তীতে মাদ্রাসাটির আরেক শিক্ষকের সঙ্গে জিহাদ নিয়ে আলোচনা করেন। ওই শিক্ষকের সঙ্গে নিয়মিত জিহাদ সম্পর্কিত আলোচনা এবং বিভিন্ন বইপত্র ও ভিডিও আদান-প্রদান হতো। এভাবে তিনি জঙ্গীবাদে উদ্বুদ্ধ হন। ২০১৫ সালের শুরুর দিকে ঢাকার উত্তরার দেওয়ানবাড়ি এলাকার একটি বাসায় অনেকের সঙ্গে তিনিও দেড় মাসব্যাপী জিহাদ বিষয়ে সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ নেন। বাসাটিতে কম্পিউটার, ঈমান, তাওহিদ, কাফের হওয়ার কারণ, জিহাদের মাসালা, চাপাতি চালানো, আগ্নেয়াস্ত্র খোলা ও লাগানো, নিরাপদ টেক্সটের মাধ্যমে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো, রিসিভ করাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে কাজে নেমে পড়েন। মনিরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার একটি মসজিদের ইমাম ছিলেন আব্দুল্লাহ। পাশাপাশি একটি মাদ্রাসায় চাকরি করতেন। মুফতি বা শরীয়া বোর্ডের সদস্যরা সরাসরি কোন অপারেশনে অংশ নেন না। জঙ্গী সংগঠনটি কয়েকটি ধাপে কাজ করে। একটি দল তথ্য সংগ্রহের কাজ করে। তারাই মূলত হত্যার জন্য টার্গেটকৃত ব্যক্তিদের তালিকা তৈরি করে। সেই তালিকা শরীয়াহ্ বোর্ডের কাছে পাঠানো হয়। বোর্ড তা যাচাইবাছাই করে যাদের হত্যার জন্য অনুমোদন দেয়, তাদেরকেই হত্যা করে জঙ্গী সংগঠনটির সিøপার সেলের সদস্যরা। শরীয়াহ্ বোর্ড হত্যার অনুমোদন দেয়ার পাশাপাশি হত্যাকা-ে যারা অংশ নেবে তাদের অপারেশনে অংশ নিতে উদ্বুুদ্ধ করে। সে হিসেব মোতাবেক এখন পর্যন্ত যত লেখক, প্রকাশক, ব্লগারসহ এ ধরনের ব্যক্তি খুন হয়েছেন, তাদের হত্যার দায় এড়াতে পারেন না আব্দুল্লাহ। আব্দুল্লাহ যে মাদ্রাসায় রয়েছেন সেখানকার কেউ শরীয়াহ্ বোর্ডে আছেন কিনা তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি শরীয়াহ্ বোর্ডে আর কে কে আছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান, ডিবির পূর্ব বিভাগের উপকমিশনার মোঃ নুরুন্নবী ও দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার হিসেবে দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার মোঃ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।
×