ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গান্ধীজী অনুপ্রেরণার প্রতীক- লিখলেন শেখ হাসিনা

প্রকাশিত: ০৫:৩৬, ৯ এপ্রিল ২০১৭

গান্ধীজী অনুপ্রেরণার প্রতীক- লিখলেন শেখ হাসিনা

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সবুজে ঢাকা এক চত্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাধিস্থলে পৌঁছান যখন, তখন সকাল ১০টার কাছাকাছি। বিশাল চত্বরে ঢোকার আগেই পায়ের জুতা খুলে রাখলেন শেখ হাসিনা। এরপর এগিয়ে গেলেন সমাধির মূল বেদির দিকে। সেখানে পুরো বেদি সাদা রঙের নানান ফুলে ঢাকা। পাশেই ঝুড়ি ভরা গোলাপের পাপড়ি। তা থেকে দুই আজলা ভরে তুলে নিলেন অসংখ্য ফুলের পাপড়ি। আর ধীরে ধীরে তা ছড়িয়ে দিলেন বেদির ওপর আগে থেকেই সাদা ফুলে ঢাকা গালিচায়। শ্রদ্ধার এক অনন্য প্রকাশ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ফুল দিলেন। তাতে ধীরে ধীরে গোলাপী পাপড়িতে ছেয়ে গেল বেদি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী। অতঃপর এগোলেন ফেরার পথে। দরজার কাছেই দর্শনার্থী বই। তাতে বসে দীর্ঘ মন্তব্য লিখলেন শেখ হাসিনা। প্রথমে ইংরেজীতে, পরে গোটা গোটা অক্ষরে বাংলায়। তাতে তিনি ‘গান্ধীজী অনুপ্রেরণার প্রতীক’ বলেই উল্লেখ করলেন। আর স্মরণ করলেন তার অহিংস ও অসহযোগ আন্দোলনের কথা। এরপর শেখ হাসিনাকে ‘মাইন্ড অব মহাত্মা গান্ধী’সহ গান্ধীর ওপর লেখা তিনটি বই উপহার দেয়া হলো সমাধিরক্ষকদের পক্ষ থেকে। আরও তুলে দেয়া হলো ছোট একটি সুতা কাটার চরকা। সমাধিস্থল থেকে বেরিয়ে তিনি রাজঘাট থেকে রাষ্ট্রপতি ভবনের পথ ধরলেন।
×