ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ছয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম বিপাকে

প্রকাশিত: ০৪:১৬, ৯ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে ছয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম বিপাকে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ে চট্টগ্রাম মহানগরীর ৬ শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক স্বীকৃতি বাতিলের ঘটনায় ১০ সহস্রাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম বিপাকে পড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড আজ রবিবার শিক্ষার্থীদের নিয়ে বৈঠকের উদ্যোগে নিয়েছে বলে বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন। উল্লেখ্য, সরকারী আদেশ ও নীতিমালা অমান্য করে চট্টগ্রাম মহানগরীর ১১টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করার ঘটনাটি তদন্তে প্রমাণিত হয়েছে। এরপরই গত বুধবার ৬ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের ঘোষণা আসে মন্ত্রণালয় থেকে। এগুলো হচ্ছেÑ মেরন সান স্কুল এ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল এ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল হাইস্কুল, ন্যাশনাল ইংলিশ স্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল এবং মির্জা আহমদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়। এছাড়া আরও ৫ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর আদেশ হয়েছে। এগুলো হচ্ছে- চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চিটাগাং ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এ্যান্ড কলেজ এবং ডিএএফ শাহীন কলেজ। উল্লেখ্য, সরকার নির্ধারিত নিয়ম না মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের উন্নয়ন ও বিভিন্ন নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করেছে।
×