ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বইয়ের মোড়ক উন্মোচন

কোন ধর্মই বৈষম্যবাদ সমর্থন করে না ॥ ঢাবি ভিসি

প্রকাশিত: ০৪:১৬, ৯ এপ্রিল ২০১৭

কোন ধর্মই বৈষম্যবাদ  সমর্থন করে না ॥  ঢাবি ভিসি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিপীড়িত-নির্যাতিত-দলিত সম্প্রদায়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন অতিপ্রয়োজন। কোন ধর্মই বৈষম্যবাদ সমর্থন করে না। দলিত সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং মানব জাতির জন্য অভিশাপ। শনিবার বিকেলে চবি চারুকলা ইনস্টিটিউট কনফারেন্স রুমে ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী রচিত ‘দলিত ও জাতি-বর্ণ বৈষম্য : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ (২য় সংস্করণ) গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক একথা বলেন। চবির প্রোভিসি প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া।
×