ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭ দিনে নিঃস্ব এক শ’ পরিবার

অসময়ে ব্র্হ্মপুত্রে ভয়াবহ ভাঙ্গন

প্রকাশিত: ০৪:১৫, ৯ এপ্রিল ২০১৭

অসময়ে ব্র্হ্মপুত্রে ভয়াবহ ভাঙ্গন

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত ৭ দিনে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে সবুজপাড়া ও চরনেওয়াজী গ্রামের প্রায় ১শ’ পরিবার তাদের ভিটেমাটি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে মোহনগঞ্জ ইউনিয়ন নিশ্চিহ্ন হতে সময়ের ব্যাপার মাত্র। এদিকে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে এলাকাবাসী শনিবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সরেজমিনে ভাঙ্গনকবলিত এলাকা ঘুরে দেখা গেছে, নয়াচর বাজার এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গন চলছে। এরই মধ্যে ভাঙ্গনে বিলীন হয়েছে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন, নয়াচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দিয়ারারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নয়াচর ইসলামী মাদ্রাসা, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ভবন ও নয়াচরবাজার। দিয়ারারচর, সবুজপাড়া, গোয়ালপাড়া, বাজারপাড়া গ্রামগুলো এখন শুধুই স্মৃতি। নয়াচর সবুজপাড়া গ্রামের বাসিন্দা রাজীবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিলকিস খাতুন জানান, অর্ধশত বছরের পুরাতন নয়াচর বাজারটি এখন আর নেই। এই মুহূর্তে ভাঙ্গন প্রতিরোধে কোন উদ্যোগ না নিলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে ইউনিয়নবাসীকে। নয়াচর গোয়ালপাড়া গ্রামের দিনমজুর চাঁন মিয়া বলেন, ‘নদী আমাদের সব শেষ করে দিল। কয়েকদিনে ভাঙ্গনে বাড়ির ভিটা এখন নদীতে। পুরো পরিবার নিয়ে মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছি।’ একই গ্রামের হাফিজা বেওয়া বলেন, ‘বাড়িতে মাত্র ১টি ঘর ছিল তাও নাই। এ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে আমি ১৫ বার ঘরবাড়ি সরিয়েছি। ভাঙ্গনে নিঃস্ব হয়ে গেছে আতোয়ার হোসেন, ইয়াছিন আলী, সাজু মিয়া, আব্দুর রহীম, নীলকান্ত, আছিয়া বেগম ও ফাতেমা বেগমের মতো প্রায় দুই পরিবার। রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম জানান, নয়াচর আর কোদালকাটিতে নদী ভাঙ্গনের বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, মোহনগঞ্জ ইউনিয়ন ও রাজীবপুর উপজেলা বামতীর রক্ষা নামে একটি প্রকল্প অনুমোদন হয়েছে কিন্তু অর্থ না পাওয়ার কারণে কাজ শুরু করা যাচ্ছে না।
×