ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে দুই মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৪, ৯ এপ্রিল ২০১৭

ঝিনাইদহে দুই মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৮ এপ্রিল ॥ মফিজুল (২৬) ও মানিক (২৮) নামে দুই মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রাস্তার দু’ধারের ধান ক্ষেতের পাশে মৃতদেহ দুটি পড়ে ছিল। নিহত মফিজুল ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুল মজিদ ড্রাইভারের ছেলে ও মানিক একই পাড়ার কোরবান আলীর ছেলে। তারা দু’জনই মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তাদের প্রত্যেকের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শনিবার সকালে তেঁতুলবাড়ীয়া গ্রামের রাস্তার দু’ধারে ধানক্ষেতের পাশে দুটি গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের দু’জনেরই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোরা ও তিন প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে তা জানা যায়নি। সকালে মৃতদেহ দুটি তাদের পরিবারের লোকজন মফিজুল ও মানিক বলে শনাক্ত করেন। খবর নিয়ে দেখা গেছে, নিহত মানিকের নামে ৬টি ও মফিজুলের নামে ২টি মাদকের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক থেকে মাদক কেনাবেচা করে আসছিল। মাদক কেনাবেচাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকা- ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে তদন্ত শেষে এ হত্যাকা-ের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
×