ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৪, ৯ এপ্রিল ২০১৭

সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ৮ এপ্রিল ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা মোহনগঞ্জ রেলস্টেশনে নিরাপদ সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। প্লান্টি থেকে প্রতি ঘণ্টায় পাঁচশ লিটার নিরাপদ পানি বের হবে। এ থেকে প্রায় প্রতিদিন পাঁচ বছর মানুষ নিরাপদ পানি পান করতে পারবে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান শনিবার দুপুরে মোহনগঞ্জ রেলস্টেশনে প্ল্যান্টির উদ্বোধন করেন। জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনেয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, রবির চীফ কর্পোরেট অফিসার মতিউল ইসলাম, রেলওয়ে ডিবিশনাল অফিসার আরিফুর রহমান, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
×