ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার

প্রকাশিত: ০৪:১৪, ৯ এপ্রিল ২০১৭

রাজশাহীতে ২০  লাখ টাকার  হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী ও বাঘা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এর মধ্যে গোদাগাড়ী সীমান্তে এক কেজি হেরোইন ও বাঘা সীমান্তে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, শনিবার সকাল পৌনে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার সারাংপুর পুলিশপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। রাজশাহী ১ বিজিবির অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, সকালে টহল কমান্ডার সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির দল ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। ১০০ গ্রাম করে ১০ প্যাকেট হেরোইনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। তিনি জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের গ্রেফতার করা যায়নি। এদিকে জেলার বাঘা সীমান্তে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা উপজেলার টিকটিকিপাড়া এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার করে বিজিবির আলাইপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। তবে চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
×