ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালিয়াজুরিতে আরও দুই ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে

প্রকাশিত: ০৪:১৩, ৯ এপ্রিল ২০১৭

খালিয়াজুরিতে আরও দুই ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ এপ্রিল ॥ উজান থেকে নেমে আসা পানির চাপে জেলার হাওড়দ্বীপ খালিয়াজুরি উপজেলার অবশিষ্ট দুটি বড় বাঁধও ভেঙ্গে গেছে। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে কৃষ্ণপুর ইউনিয়নের জয়পুর বাঁধ এবং নগর ইউনিয়নের গছিখাই বাঁধ দুটি ভেঙ্গে যায়। স্থানীয় কৃষকরা জানান, জয়পুর ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে কৃষ্ণপুর ইউনিয়নের সবচেয়ে বড় ছায়ার হাওড়সহ আশপাশের ছোট-বড় সব হাওড় তলিয়ে গেছে। ছায়ার হওড়ে প্রায় ৩ হাজার ৫শ’ হেক্টর জমি রয়েছে। অন্যদিকে গছিখাই বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে কাদিরপুরের হাওড়, উদয়পুরের হাওড়, গজারিয়া হাওড়, ভাঙ্গার হাওড়, দিঘার হাওড়সহ কয়েকটি হাওড়ে। এলাকার পাঁচ-ছয় হাজার কৃষক গত কয়েকদিন স্বেচ্ছাশ্রমে বাঁশ, কাঠ, টিন ও মাটির বস্তা দিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা করে আসছিল। খালিয়াজুরি উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ওই উপজেলার ছয়টি ইউনিয়নের ২০ হাজার ৭০ হেক্টর বোরো জমির মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ১৪ হাজার ৩শ’ ৭০ হেক্টর সম্পূর্ণ তলিয়ে গেছে। দু-একদিনের মধ্যে বাদবাকি জমিও তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রান্তোষ সামন্ত জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন ডুবে যাওয়া কাঁচাধান কেটে গবাদিপশুর খাদ্য সংগ্রহের শেষ চেষ্টা করছে। একমাত্র ফসল পানিতে ডুবে যাওয়ায় কৃষক পরিবারগুলোতে কান্নার রোল পড়ে গেছে। তিনি জানান, চৈত্র মাসে এমন দুর্যোগ অতীতে আর কোন সময় হয়নি।
×