ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সলঙ্গায় পুলিশ পরিচয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৪:১২, ৯ এপ্রিল ২০১৭

সলঙ্গায় পুলিশ পরিচয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী এলাকায় পুলিশ পরিচয়ে কেবল ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ট্রাক চালক আব্দুল আলিমকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তার বাড়ি তাড়াশ উপজেলার পুংরোখালি গ্রামে। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। ছিনতাইয়ের শিকার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জুয়েল হাসান ও রবিসহ বেশ কয়েক ব্যবসায়ী জানান, তারা প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়ে ডেকোরেটর দোকানের জন্য সাউন্ড সিস্টেম কিনতে একটি মিনি ট্রাকযোগে বগুড়া যাচ্ছিলেন। ট্রাকটি মহাসড়কের নাইমুড়ী পৌঁছলে সাদা পোশাকে দু’জন মোটরসাইকেল আরোহী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ট্রাক থামিয়ে তল্লাশির নামে আগ্নেয়াস্ত্রের মুখে তাদের কাছে থাকা সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ট্রাকের যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই ট্রাক চালককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
×