ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক ধরিয়ে পুলিশে দিতে গিয়ে ফেঁসে গেলেন ইউপি সদস্য

প্রকাশিত: ০৪:১২, ৯ এপ্রিল ২০১৭

মাদক ধরিয়ে পুলিশে  দিতে গিয়ে ফেঁসে  গেলেন ইউপি সদস্য

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ এপ্রিল ॥ মেঘনা নদীর নিয়ন্ত্রণ নিয়ে ফারুক নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে ইয়াবা ও গাঁজাসহ পুলিশের হাতে তুলে দিয়ে ফেঁসে গেলেন আশিক মেম্বার। শনিবার ভোলা শহরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পুলিশ কাচিয়া ইউনিয়নের মেম্বার আশিকুর রহমানকে ভোলা সদর হাসপাতাল থেকে গ্রেফতার করেছে। ঘটনাটি শনিবার দিনভর ভোলার টক অব দ্য টাউনে পরিণত হয়। ইলিশা ফেরিঘাটের ইজারাদার ও মৎস্য ব্যবসায়ী ফারুক বেপারি জানান, তিনি মেঘনা নদীর গাজীপুর চরঠোঙ্গা এলাকায় আব্দুর রব মিয়া ও জিন্নার কাছ থেকে দুই লাখ টাকার বিনিময়ে ডুবোচর ইজারা নিয়েছেন। কিন্তু কাচিয়া ইউনিয়নের আশিক মেম্বার ওই চর পূর্বেই ইজারা নিয়েছে বলে দাবি করে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশ হওয়ার কথা ছিল। এ জন্য ভোলা শহরে আসার পথে শুক্রবার বিকেলে পরানগঞ্জ বাজার এলাকায় আশিক মেম্বার ও তার লোকজন ফারুক বেপারিকে আটক করে বেদম মারধর করে। এ সময় আশিক মেম্বার সকলের সামনে পিস্তল বের করে ফারুককে গুলি করার জন্য উদ্যত হয়। এক পর্যায়ে ফারুক মুমূর্ষু অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তার পকেটে থাকা ১ লাখ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর পর তার পকেটে ইয়াবার একটি প্যাকেট ও গাঁজার একটি ব্যাগ ঢুকিয়ে দেয়। পরে আশিক মেম্বার পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে এসআই শান্তনু ফারুককে ইয়াবা ও গাঁজাসহ উদ্ধার করে। এ সময় আশিক মেম্বারের কাছে পিস্তল রয়েছে বলে জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পরে ফারুক বেপারিকে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ফারুককে মারধর করে ইয়াবা ও গাঁজাসহ পুলিশে সোপর্দ করার খবর পেয়ে শনিবার সকালে ইলিশা এলাকার কয়েক শ’ লোক ভোলা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে আসার পথে আশিক মেম্বারের লোকজন তাদের ওপরও হামলা করে। হামলায় ফারুক বেপারির সমর্থক মনির, খায়রুল, হাসান, বজলু, শাবাবুদ্দিন আহত হয়। এদিকে শনিবার বেলা ১২ টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ আশিক মেম্বারকে আটক করেছে। আশিক মেম্বার জানান, শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন পরানগঞ্জ বাজারে ফারুককে মারধর করছিল। এ সময় ফারুক একটি ব্যগ নিয়ে দৌড়াচ্ছিল। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন।
×