ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মক্কা ও মদিনার দুই ইমামকে ‘ঢাকার চাবি’ উপহার দিলেন খোকন

প্রকাশিত: ০৪:০৯, ৯ এপ্রিল ২০১৭

মক্কা ও মদিনার দুই ইমামকে ‘ঢাকার চাবি’ উপহার  দিলেন খোকন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় সফররত পবিত্র মক্কা ও মদিনা শরিফের মসজিদের দুই ইমামকে ‘ঢাকার চাবি’ উপহার দিয়ে সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এর মাধ্যমে ডিএসসিসি এই প্রথমবারের মতো বিদেশী নাগরিকদের সম্মাননা হিসেবে ঢাকার চাবি হস্তান্তর করল। সংস্থাটির পক্ষ থেকে প্রতিনিধিদলকেও এ সম্মাননা জানানো হয়। শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের অতিথিদের ডিএসসিসির পক্ষ থেকে এ সম্মাননা জানানো হয়। এ সময় মেয়র সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ আব্দুর রহমান গান্নাম আল গান্নামের কাছে রাজধানী ঢাকার চাবি হস্তান্তর করেন। এ সময় সৌদি আরবের হারামাইন শরিফাইন অধিদফতরের ভাইস প্রেসিডেন্ট ড. শাইখ মুহাম্মদ বিন নাসির আল খুযাইম, ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ আব্দুর রহমান গান্নাম আল গান্নাম, মসজিদে নববির ইমাম ও খতিব শাইখ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম, সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা শাইখ আব্দুল্লাহ বিন যাইফুল্লাহ আল মুতাইরি, বাংলাদেশ সৌদি দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে শাইখ সুলতান মুহাম্মদ আল আনকারী ও সাবেক রিলিজিয়াস অ্যাটাশে শাইখ আহমদ বিন আলী আর রুমী, সংসদ সদস্য এ কে এম রহমত উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ আব্দুর রহমান গান্নাম আল গান্নাম বলেন, ‘জঙ্গীবাদ ইসলামের অংশ নয়। আর ইসলাম জঙ্গীবাদকে স্বীকৃতি দেয় না।’ ইসলাম বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসলামের নামে বিভ্রান্তি হচ্ছে। সঠিক ইসলাম পাওয়া যায় না। কোন প্রকার বিভ্রান্ত পথে চলা যাবে না। ইসলামের নামে বিভিন্ন পথ বের হয়েছে। এর মধ্যে জঙ্গীবাদ রয়েছে। এটা সঠিক নয়। বিশ্বনবীর পথ বেছে নিতে হবে। অনুষ্ঠানে মসজিদে নববির ইমাম ও খতিব শাইখ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বলেন, আমি এ মুহূর্তে উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের জন্য আনন্দঘন মুহূর্ত। মুসলমান ভাই-ভাই, প্রত্যেকের মধ্যে এমন সৌহার্দ্য যেন আল্লাহ বাড়িয়ে দেন। হারামাইন শরিফাইন অধিদফতরের ভাইস প্রেসিডেন্ট ড. শাইখ মুহাম্মদ বিন নাসির আল খুযাইম বলেন, আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান। আমরা সত্যপন্থী কয়েকজন মুসলমানের সমাবেশে উপস্থিত হয়েছি। তারা প্রজ্ঞা ও হেকমত সহকারে দাওয়াতি কাজ করে যাচ্ছেন। আমরা এমনভাবে দাওয়াতি কাজ করতে চাই, যে দাওয়াতের মধ্যে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হয় নিবিড় এবং মুসলমানদের মধ্যে সে সম্পর্ক থাকে ভ্রাতৃত্বপূর্ণ। তিনি বলেন, আমরা আল-কোরআনকে ছাপাখানায় প্রকাশ করে ফ্রি বিতরণ করতে চাই। যাতে সব মুসলমান বিনা খরচে কোরআন পড়তে পারেন। এ সময় তিনি সবাইকে সত্যের পথে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়ে আসছে। এ দীর্ঘ সময়ে ডিএসসিসি প্রথমবারের মতো কোন বিদেশী নাগরিকদের সম্মাননা হিসেবে ঢাকার চাবি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আমার বাবা, নানা এবং পূর্বপুরুষরা জমঈয়তে আহলে হাদিসের অনুসারী ছিলেন। আমিও এই অনুসারীদের খেদমত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। সবাই ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সবকটিই পূরণ করেন। ইসলামের কোন ক্ষতি হয়েছে এমন সংবাদ পেলেই দৌঁড়ে যান। তিনি বলেন, এই ঢাকা শহর থেকে প্রতিবছর লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ হজ ও ওমরা পালন করতে সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনাতে যান। সে সময় সৌদি সরকার আমাদের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে সহযোগিতা করে থাকে। এ জন্য আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। ডিএসসিসি মেয়র বলেন, সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে কোন সময়ের তুলনায় বর্তমান সময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশি। আমরা দোয়া করি যাতে এ বন্ধুত্ব সবসময় অটুট থাকে। সৌদির সঙ্গে যে সম্পর্ক রয়েছে তা অতি প্রাচীন। এ সম্পর্ক অব্যাহত থাকবে। ঢাকা শহরের নির্বাচিত মেয়র হিসেবে পবিত্র মক্কা নগরী এবং মদিনা নগরীর পাশে ঢাকা নগরী থাকবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ মোবারক আলী বলেন, আমাদের দাওয়াত ও তাবলিগি তৎপরতা আরও বাড়াতে হবে। প্রতিটি মানুষের কাছে কোরআন ও সহীহ হাদিসের বার্তা পৌঁছে দিতে হবে। যারা ইসলামের নামে জঙ্গী তৎপরতা চালাচ্ছে, ইসলামী নীতি-আদর্শের সঙ্গে তাদের দূরতম সম্পর্কও নেই। তারা যে নামেই পরিচিত হোক, তারা মুখোশধারী মুসলিম। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
×