ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৪৭, ৯ এপ্রিল ২০১৭

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

মোঃ মাসুদ খান সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায় - ০১ ঃ ভৌত রাশি (জ্ঞানমূলক প্রশ্নোত্তর) ১। পদার্থবিজ্ঞান কাকে বলে? উত্তর: বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলে। ২। বিবজ্ঞানের চাবিকাঠি কী? উত্তর: পদার্থবিজ্ঞান ৩। পঠন পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখাতে ভাগ করা হয়েছে? উত্তর: ১০টি ৪। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত কোন বিজ্ঞানী? উত্তর: থেলিস ৫। কোন বিজ্ঞানী লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন? উত্তর: থেলিস ৬। বর্তমানে বাদ্যযন্ত্র ও সংগীত বিষয়ক যে স্কেল রয়েছে তা তারের কম্পন বিষয়ক কার অনুসন্ধানের আংশিক অবদান? উত্তর: পিথাগোরাসের ৭। পদার্থের অবিভাজ্য একক রয়েছে Ñ এ ধারণা কার? উত্তর: গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের ৮। লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয়ে সক্ষম হন কে? উত্তর: গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস ৯। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দর্পনের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন? উত্তর: গোলীয় দর্পনের ১০। কত শতাব্দীর পূর্বে ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পুনর্জীবন ঘটেনি? উত্তর: ত্রয়োদশ শতাব্দীর ১১। পদার্থবিজ্ঞানের কোন তত্ত্বের ক্ষেত্রে ইবনে আল হাইথাম ও আল হাজেন এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য? উত্তর: আলোক তত্ত্বের ১২। প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন কে? উত্তর: আল-মাসুদী ১৩। কোন বইয়ে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়? উত্তর: এনসাইক্লোপিডিয়া ১৪।পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? উত্তর: রজার বেকন ১৫। পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত - উক্তিটি কার? উত্তর: রজার বেকনের ১৬। বর্তমানে পৃথিবীর অনেক দেশে বায়ুকলের সাহায্যে কোন শক্তি উৎপাদন করা হচ্ছে? উত্তর: তড়িৎশক্তি ১৭। পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন কে? উত্তর: লিউনার্দো দা ভিঞ্চি ১৮। কোন শতকের শেষদিকে লিউনার্দো দা ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন? উত্তর: পনেরো শতকের ১৯।কোন চিত্রশিল্পীর বলবিদ্যা সম্পর্কে উল্লেখযোগ্য জ্ঞান ছিল? উত্তর: লিউনার্দো দা ভিঞ্চির ২০। কোন বিজ্ঞানী চুম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা ও তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন? উত্তর: ডা. গিলবার্ট ২১। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তর: জার্মান বিজ্ঞানী ¯েœল ২২। কোন বিজ্ঞানী আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন? উত্তর: হাইগেন ২৩। ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান কে? উত্তর: হাইগেন ২৪। পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কোন বিজ্ঞানী? উত্তর: রবার্ট হুক ২৫। দোলকীয় গতি পর্যালোচনা করেন কোন বিজ্ঞানী? উত্তর: হাইগেন ২৬। বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা - নিরীক্ষা চালার কোন বিজ্ঞানী? উত্তর: রবার্ট বয়েল ২৭। বায়ু পাম্প আবিষ্কার করেন কে? উত্তর: ভন গুয়েরিক ২৮। কোন বিজ্ঞানী বৃহস্পতির একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন? উত্তর: রোমার ২৯। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থিত করেন কে? উত্তর: কোপার্নিকাস ৩০। কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণার গাণিতিক বর্ণনা দেন কে? উত্তর: কেপলার
×