ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি অঙ্গনে ব্যস্ত সালাম খান তরুণ

প্রকাশিত: ০৩:৪১, ৯ এপ্রিল ২০১৭

সংস্কৃতি অঙ্গনে ব্যস্ত সালাম খান তরুণ

সাজু আহমেদ ॥ প্রতিভাদীপ্ত মঞ্চকর্মী, অভিনয়শিল্পী, চারুশিল্পী ও সংগঠক সালাম খান তরুণ। রাজশাহীর সন্তান তরুণ স্থানীয় অসংখ্য মঞ্চনাটক, টিভি নাটক, টেলিফিল্মে কাজ করে নিজের অভিনয় শিল্পীসত্তার জানান দিয়েছেন। চারুশিল্পী হিসেবে খ্যাতি আছে তার। একাধিক প্রদর্শনীও করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক এ শিক্ষার্থী। থিয়েটার এবং চিত্রকলায় পারদর্শী তরুণের সাম্প্রতিক টিভি মিডিয়ায় ব্যস্ততা বাড়ছে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্যশিল্পী হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার ঢাকার ‘এ’ গ্রেডের নাট্যশিল্পী। সালাম খান তরুণ সম্প্রতি কাজ করলেন আব্দুল আজিজ নির্মিত ডকুড্রামা ও বিজ্ঞাপনচিত্রে। ফরহাদ আহমেদ রচিত ও পরিচালিত একটি টেলিফিল্মেও কাজ করেছেন। আগামীতে বেশকিছু ধারাবাহিক নাটক, ডকুড্রামা ও বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন এ শিল্পী। ১৯৮৬ সালে রাজশাহী সরকারী কলেজে এইচএসসিতে অধ্যয়নকালীন কলেজের বার্ষিক নাটকে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু। এরপর স্থানীয়ভাবে বিশেষ দিবসে বেশকিছু মঞ্চনাটকে অভিনয় করেন। তবে তার আগে সুরবাণী সঙ্গীত বিদ্যালয়ে স্বনামধন্য সঙ্গীত ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে গান শিখতেন। সালাম খান তরুণ নব্বই দশকের শুরুতে রাজশাহীর নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিকের সার্বিক তত্ত্বাবধানে সমমনা কয়েকজন তরুণ মিলে রাজশাহী জেলা উদীচী প্রতিষ্ঠা করেন। এখানে মলয় ভৌমিকের নির্দেশনায় বেশকিছু পথনাটকে কাজ করেন। এছাড়া অতিথি নাট্যকর্মী হিসেবে রাজশাহী সাংস্কৃতিক সংঘ, রূপায়ন নাট্যদল ও শহীদ মিনা-ওলিউল স্মৃতি সংসদের কাজ করেন। ১৯৯৭ সালে ঢাকায় অভিনেতা রহমত আলীর সহযোগিতায় অধ্যাপক মমতাজ উদদীন আহমেদের থিয়েটারে যুক্ত হয়ে একাধিক নাটকে অভিনয় করেন। পাশাপাশি আইটিআই, থিয়েটার স্কুল, প্রাচ্যনাট এ্যাক্টিং এ্যান্ড ডিজাইন স্কুল, স্বরবৃত্ত, এশিয়ান শিল্পসভা, শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ব্যবস্থাপনায় বিশেষ কোর্স করেন। ১৯৯৭ সালে অভিনেতা আব্দুল আজিজ পরিচালিত ধারাবাহিক ‘অন্তরালে’ নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান সালাম খান তরুণ। এরপর ধারাবাহিক ‘শিকার’, ‘বাবার কাছে যাবো’, ‘আপন ঘরে পরবাস’, ‘দি ফ্যামিলি’, ‘শূন্য সমীকরণ’, ‘আকাশ ঢাকা মেঘ’, ‘ঘাসফুল’সহ অসংখ্য টেলিফিল্ম, একক নাটক ও ডকুড্রামায় অভিনয় করেন তিনি। ২০০৪-০৮ কাকতাড়ুয়া থিয়েটারের হয়ে পথনাটক ‘সংস্কার’ ও ‘ঠাঁই’ নামে মঞ্চনাটক রচনা ও নির্দেশনা দেন। এ দল থেকে একাধিক নাট্য কর্মশালাও করেছেন তিনি। চারুশিল্পী সালাম খান তরুণ ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের জয়নুল গ্যালারিতে বাংলাদেশে প্রথম টি-শার্ট ডিজাইন শীর্ষক একক প্রদর্শনী করেন। ২০০০ সালে ধানম-ির আলিয়ঁস ফ্রসেসের আর্ট গ্যালারিতে ‘ডিজিটাল আর্ট (কম্পিউটারে আঁকা)’ শীর্ষক একক প্রদর্শনী করেন। অভিনয়ের পাশাপাশি সালাম খান তরুণ ছবি আঁকেন, গ্রাফিক্স ও ফ্যাশন ডিজাইনের কাজ করেন। আগামীতে একক চিত্র প্রদর্শনী করার প্রস্তুতি চলছে তার। সব মিলিয়ে সাংস্কৃতিক অঙ্গনে তার পদচারণা দিন দিন বাড়ছে। সালাম খান তরুণ তার মেধা, প্রজ্ঞা এবং ভালবাসার মাধ্যমে নিষ্ঠার সঙ্গে দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করে যাবেন। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×